দোলের আগেই কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি? বিরাট আপডেট জেনে নিন এখনই
শোনা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকেই বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

কেন্দ্র মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করতে পারে
সরকারি সূত্র মারফৎ জানা যাচ্ছে, কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩% বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার।
চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর বলে বিবেচনা করা হবে
সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষে ঘোষণা না হলে, সরকার হোলি বা দোলের আগেই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করতে পারে বলে সূত্রের খবর।
এমনিতে সরকার বছরে দুবার ডিএ বৃদ্ধি করে থাকে
সেই তারিখগুলি হল, ১ জানুয়ারি এবং ১ জুলাই।
গত বছরও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি করা হয়েছিল
তবে সেই বৃদ্ধি গত ১ জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হয়েছিল।
অন্যদিকে, কেন্দ্র গত অক্টোবর মাসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল
ফলে, ডিএ ৫০ শতাংশ বেড়ে হয়ে দাঁড়ায় ৫৩ শতাংশ।
তাছাড়া এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল
তারপর মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মূল বেতনের ৫০ শতাংশে পরিণত হয়।
তবে এখন মহার্ঘ্য ভাতা মূল বেতনের মোট ৫৩ শতাংশ
এছাড়াও, পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ ৫৩ শতাংশ রয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়
সরকার যদি ৩ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে মহার্ঘ্য ভাতা বেড়ে দাঁড়াবে ৫৬ শতাংশ (Central Government DA News)।
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা কেন্দ্রীয় সরকার হোলির আগেই এই ঘোষণা করবে বলে জানা যাচ্ছে
এবার হোলি পড়েছে ১৪ মার্চ (Central Government DA Rate)।
আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে
এরপর সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।