Bengal BSF Jawan News: একটানা ২০ দিন পাক সেনার হাতে বন্দি। কবে ফিরবে ঘরের সন্তান ঘরে। অপেক্ষার প্রহর গুনছিল স্ত্রী রজনী ও তার পরিবার। জানুন বিশদে…    

Bengal BSF Jawan News: একটানা ২০ দিন পাক সেনার হাতে বন্দি। কবে ফিরবে ঘরের সন্তান ঘরে। অপেক্ষার প্রহর গুনছিল স্ত্রী রজনী ও তার পরিবার। অবশেষে এলো সুখবর, পাকিস্তান থেকে দেশে ফিরছেন পাক সেনার হাতে ১৯ দিন ধরে বন্দি থাকা ভারতীয় BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। সূত্রের খবর, বুধবার ভারত-পাক সীমান্তের আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন পূর্ণম কুমার সাউ।

বিএসএফ সূত্রে খবর, ২০ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকার পর বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন হুগলীর রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশির হাওয়া পূর্ণমের পরিবারে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পরদিন পাক রেঞ্জার্সের হাতে আটক হন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। জানা গিয়েছে, পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দু-দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই নিয়ম। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। একটানা ১৯ দিন তাকে আটকে রাখে পাকিস্তান। অবশেষে আজ তাকে ছেড়ে দেওয়া হয়। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।