একি কাণ্ড! অমিত শাহ-র রোড শো বাতিল হতেই আপেলের মালা থেকে আপেল নিয়ে দে দৌড়!

২৫০ কেজি আপেলের মালা ছিঁড়ে ফেলল জনতা। আপেলের মালা থেকে আপেল নিয়ে দে দৌড়! নিমেষেই মালা থেকে আপেল খালি হয়ে গেল। এমনই ঘটনার সাক্ষী রইল বেঙ্গালুরু। আজ সেখানে অমিত শাহ-র রোড শো ছিল।

Share this Video

২৫০ কেজি আপেলের মালা ছিঁড়ে ফেলল জনতা। আপেলের মালা থেকে আপেল নিয়ে দে দৌড়! নিমেষেই মালা থেকে আপেল খালি হয়ে গেল। এমনই ঘটনার সাক্ষী রইল বেঙ্গালুরু। আজ সেখানে অমিত শাহ-র রোড শো ছিল। অমিত শাহ-র জন্য ২৫০ কেজি আপেলের মালা প্রস্তুত ছিল। প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়াতে বাতিল হয়ে যায় রোড শো। এরপরেই আপেলের মালা নিয়ে টানাটানি শুরু হয়। মালা থেকে আপেল ছিঁড়ে নেয় সকলে। 

Related Video