সংক্ষিপ্ত
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে সিসিটিভি ফুটেজ।
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে ক্যাফের দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। বেঙ্গালুরু পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে। আইইডি বিস্ফোরণ হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। টাইমারের মাধ্যমে বিস্ফোরণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য ৭-৮টি দল গঠন করেছে পুলিশ। শুক্রবার বিস্ফোরণের পর থেকেই পলাতক অভিযুক্ত। তার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বেঙ্গালুরু বিস্ফোরণের তদন্ত শুরু এনআইএ-র
শনিবার সকালে বেঙ্গালুরুতে বিস্ফোরণস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ। শুক্রবারের বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না। তবে এই ঘটনা অত্যন্ত গুরুতর বলেই মনে করছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি সাদা টুপি ও মাস্ক পরে আছে। তার কাঁধে ব্যাগ। এই ব্যক্তিকেই ক্যাফের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, অভিযুক্ত যুবকের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। সে রামেশ্বরম ক্যাফের কাছে একটি গাছের কাছে ব্যাগ রেখে চলে যায়। এর এক ঘণ্টা পরে বিস্ফোরণ হয়।
এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু
রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় ওই ক্যাফের সুপারভাইজারের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এফআইআর-এ বলা হয়েছে, 'অ্যাডিশনাল ম্যানেজার হরিহরণ জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। অভিযুক্ত ব্যক্তি আইইডি বিস্ফোরণ ঘটায়। সে ঘটনাস্থলে আইইডি রেখে আসে। বহু মানুষকে হত্যা করাই তার লক্ষ্য।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কেরলের বোমা বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ এক ব্যক্তির, শুরু হল জিজ্ঞাসাবাদ
খ্রিস্টান সম্প্রদায়ের রবিবারের প্রার্থনা সভায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! হতাহত বহু, দেখুন ভিডিও
কেরল বিস্ফোরণ : কেরলের প্রার্থনাসভায় পর পর বিস্ফোরণ! নিহত ১, আহত ২০, দেখুন ভিডিও