আয়করে বড় পরিবর্তন, মধ্যবিত্তদের জন্য সোমবার সংসদে নতুন আয়কর বিল পেশ করবেন নির্মলা
বাজেট ২০২৫-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন নতুন আয়কর বিল পেশ করা হবে সংসদে। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আয়কর আইনে পরিবর্তন
বাজেট ২০২৫-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন নতুন আয়কর বিল পেশ করা হবে সংসদে। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আগামী সপ্তাহে বিল পেশ
দিল্লি সূত্রের খবর আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল সংসদে পেশ করতে পারেন নির্মলা সীতারামন।
মন্ত্রিসভার অনুমোদন
আয়কর বিল সংসদে পেশ করার আগেই সেই বিলে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাষ শনিবার মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক বিলে অনুমোদন দেওয়া হয়েছে।
আয়করে পরিবর্তন
সূত্রের খবর নতুন বিলটি আইনে পরিবর্তন করে আমজনতাকে আর আয়কর ছাড়ের জন্য কেন্দ্রীয় বাজেটের ওপর ভরসা বা অপেক্ষা করে থাকতে হবে না।
৬ দশক পুরনো আয়কর আইন
বর্তমানে দেশে চালু রয়েছে ১৯৬১ সালের আয়কর আইন। এই আইন প্রায় ৬ দশক পুরনো। পুরনো সেই আইনকানুন বদল আর নতুন নিয়ম লাগু করার উদ্দেশ্যেই নতুন আইন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।
করদাতাদের উপকার
অর্থমন্ত্রক সূত্রের খবর মাত্র ৬ মাসের ব্যবধানে বিলটি তৈরি করা হয়েছে। এই আইন পাশ হলে সহজ হবে আয়করের নিয়ম। সুবিধে পাবেন করদাতারা।
১০ ফেব্রুয়ারি বিল পেশ
অর্থমন্ত্রক সূত্রের খবর আগামী ১০ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করতে পারেন নির্মলা সীতারামন।
নতুন বিলে সুবিধে
অর্থমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, নতুন বিল পাশ হলে এড়ানো যাবে প্রচুর মামলা। সুবিধে হবে সাধারণ মানুষের।
নির্মলার ঘোষণা
বাজেট পেশের সময়ই নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন নতুন বিল ন্যায়ের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। আয়করের জটিলতা কাটানোর জন্যই এই বিল আনা হচ্ছে।
বিলের উদ্দেশ্য
অর্থমন্ত্রকের অধীনে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটির কর্তরা। বিভিন্ন দিক পর্যালোচনার জন্য ২২টি উপ-কমিটিও তৈরি করা হয়েছে। আয়কর সরলীকরণ করতেই নতুন আইন আনা হচ্ছে।