দেশের মহিলাদের জন্য বিরাট আপডেট! এখন সুদ সমেত হাতে আরও মোটা টাকা?
দেশের মহিলাদের আর্থ-সামাজিক দিক দিয়ে উন্নত করার লক্ষ্যেই শুরু হয় ‘মহিলা সম্মান সেভিংস স্কিম’-এর পথচলা।
110

Image Credit : Getty
এই স্কিমটি (Savings Scheme) কেন এত বেশি জনপ্রিয়?
কারণ, এটি ৭.৫% সুদের হার এবং ত্রৈমাসিক সুদ প্রদান করে থাকে।
210
Image Credit : google
সেইজন্য মহিলা সম্মান সেভিংস স্কিম একটি নিরাপদ এবং আকর্ষণীয় বিনিয়োগ বিকল্প
তবে এই স্কিমটির জন্য পোস্ট অফিসে আবেদন করতে হবে।
310
Image Credit : Getty
স্কিমটি অনেকক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি লাভজনক বলে বিবেচিত হয়ে থাকে
মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিন।
410
Image Credit : Getty
এই প্রকল্পটির মেয়াদ ২ বছর
অন্যদিকে, বার্ষিক সুদের হার ৭.৫%।
510
Image Credit : Asianet News
সমস্ত সুদ যোগ করে ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হয়
ন্যূনতম এবং সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ কত?
610
Image Credit : Google
ন্যূনতম আমানত হল ১,০০০ টাকা
ওদিকে সর্বোচ্চ সীমা প্রায় ২ লক্ষ টাকা।
710
Image Credit : others
এই প্রকল্পটি চলতি ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত চলবে
এই স্কিমটিতে প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ জমা হতে থাকে।
810
Image Credit : Getty
যা নিয়মিত একটি আয়ের উৎস প্রদান করে থাকে
মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে এই স্কিমে। তাছাড়া সরকারি প্রকল্প হওয়াতে ঝুঁকিও অনেকটাই কম।:
910
Image Credit : Getty
৭.৫% সুদের হার, অর্থাৎ বেশিরভাগ ব্যাঙ্কের FD-এর তুলনায় অনেক বেশি
তবে অ্যাকাউঁন্ট খুলতে গেলে সবার আগে পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় KYC কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ, আধার কার্ড এবং ঠিকানার প্রমাণ ইত্যাদি।
1010
Image Credit : Getty
প্রকল্প শুরু করতে ন্যূনতম ১,০০০ টাকা জমা দিতে হবে
Disclaimer: তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos