- Home
- India News
- DA Update: ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে খরচ ১০ হাজার কোটি টাকা, কবে ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে
DA Update: ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে খরচ ১০ হাজার কোটি টাকা, কবে ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে
DA Update:কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মোদী সরকারের আমলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টমে বেতন কমিশনের সুপারিশ করেছে মোদী সরকার। ২০১৬ সালে লাগু হতে পারে। সেই সময় বাড়বে বেতন।
কেন্দ্রের খরচ
নয়া বেতন কমিশন লাগু করলে কেন্দ্রীয় সকরকারকে কোষাগার থেকে অতিরিক্ত ৩০-৩২ হাজার কোটি টাকার খরচ করতে হবে।
সুবিধে পাবেন যারা
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন লাগু করলে সুবিধে পাবেন দেশের প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
বকেয়া ডিএ
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মোদী সরকারের আমলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।
১৮ মাসের বকেয়া ডিএ
কোভিড মহামারির সময়ই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।
২০২০-২১ সালে বকেয়া ডিএ
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২০২১ সালের জালাই পর্যন্ত তিনটি কিস্তিতে ডিএ বকেয়া রয়েছে সরকারি কর্মীদের।
ডিএর দাবি
সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বকেয়া ডিএ-র দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের বক্তব্য
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কথা বলা হয়নি। তবে কয়েক মাস আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন বকেয়া ডিএর ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বিবেচনা করা হয়নি।
নয়া পেশ কমিশন
নয়া পে কমিশন চালু হলে বকেয়া ডিএ আর পাওয়া যাবে না। তিন শতাংশ হারও যদি ডিএ দেওয়া হয় তাহলেও ৯-১০ হাজার কোটি টাকা খরচ করা হবে।
বেতন বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন লাগু হলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন হওয়ার কথা ৫১ হাজার টাকা বা তারও বেশি।

