সংক্ষিপ্ত
- দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের নয়া রেকর্ড
- গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৭,৯২২ জন
- মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজারের বেশি
- মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ফের নয়া রেকর্ড। বুধবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। কিন্তু সেই রেকর্ডও ভেঙে গেল বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমমের শিকার হয়েছে ১৬ হাজার ৯২২ জন। ফলে দেসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫। বর্তমানে করোনা আক্রান্ত দেশের তালিকায় ৪ নম্বরে রয়েছে ভারত। ভারতের আগেই রয়েছে রাশিয়া। পুতিনের দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে। ভারতে যে গতিতে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে খুব শীঘ্রই রাশিয়াও পেছনে পড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১৮ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৯৪। তবে স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে সক্রিয় আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা দেশে অনেকটাই বেশি। এখনও পর্যন্ত ভারতে করোনা মুক্ত হয়েছে ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা দেশে ১ লক্ষ ৮৬ হাজার ৫১৪। এর মধ্যেই আশার খবর দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৭.৪২ শতাংশ। যা বিশ্বের মোট গড়ের তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩,০১২ জন।
আরও পড়ুন: নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস নিলেই জব্দ হবে করোনা, দাওয়াই দিচ্ছেন নোবেলজয়ী বিজ্ঞানী
আইসিএমআর জানাচ্ছে দেশে এখনও পর্যন্ত ৭৫ লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে গত বুধবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ২ লক্ষেররও বেশি। দেশে এক হাজারের বেশি ল্যাবে এখন হচ্ছে করোনা পরীক্ষা। এরমধ্যে ৭৩০টি সরকারি ল্যাব রয়েছে।
এদিকে করোনা সংক্রমণে এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু দেশে করোনা সংক্রমণে রয়েছে তৃতীয় স্থানে। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারের বেশি। এছাড়া প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে করোনা সংক্রমণের শিকার ২৮ হাজারের বেশি। যোগী রাজ্য উত্তরপ্রদেশে সংখ্যা ১৯,৫৫৭। রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছা়ড়িয়েছে।
আরও পড়ুন: করোনা রোধে কেরল মডেলকেই স্বীকৃতি, রাষ্ট্রসংঘের সম্মেলনে ভারত থেকে একমাত্র আমন্ত্রিত শৈলজা
ভারতে করোনার মৃত্যু মিছিলেও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে কোভিড ১৯ প্রাণ কেড়েছে ৬,৭৩৯ জনের। দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৩৬৫ জনের। করোনায় মৃতের সংখ্যায় তিন নম্বরে রয়েছে গুজরাত। প্রধানমন্ত্রীর রাজ্যে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১,৭৩৫ জনের।
এদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ লক্ষেরও বেশি মানুষ। কোভিড ১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪.৮ লক্ষেরও বেশি। প্রতি সপ্তাহে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে এখনও এক নম্বরে রয়েছে আমেরিকা। ট্রাম্পের দেশে আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়েছে। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১.২ লক্ষ মানুষের।