সংক্ষিপ্ত
ভারতীয় রাজনীতিতে অন্যতম আকর্ষণীয় চরিত্র নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী কখন কোন শিবিরে থাকবেন, সেটা নিয়ে বিহার ও জাতীয় রাজনীতিতে সবসময়ই জল্পনা চলে।
চলতি বছরে তৃতীয়বার প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এপ্রিলে বিহারের নওয়াদায় লোকসভা নির্বাচনের প্রচারসভায় মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করেন নীতীশ। এরপর জুনে সংসদের সেন্ট্রাল হলেও প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করেন বিহারের মুখ্যমন্ত্রী। বুধবার বিহারের দ্বারভাঙায় এক অনুষ্ঠানে হাজির হয়ে মঞ্চে উঠে মোদীর দিকে এগিয়ে যান নীতীশ। এরপর তিনি ঝুঁকে পড়ে মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করেন। নীতীশের মনোভাব বুঝতে পেরে তাঁর হাত ধরে ফেলে উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী। তিনি বিহারের মুখ্যমন্ত্রীর হাত ধরে নিজের পাশের আসনে বসান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও।
বিরোধীদের কটাক্ষ গেরুয়া শিবিরের
নীতীশ ও মোদীর সখ্য দেখে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বিরোধীদের কটাক্ষ করে বিজেপি সমর্থকরা বলছেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করলেন। মোদীজি সঙ্গে সঙ্গে তাঁকে থামান। তাঁদের এই সুন্দর সম্পর্ক দেখে পরিবারতান্ত্রিক দলগুলির নেতাদের গাত্রদাহ হতে পারে। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং জেগে স্বপ্ন দেখছেন, কখন এনডিএ সরকারের উপর থেকে সমর্থন তুলে নেবে জেডিইউ।’
নীতীশের প্রশংসায় মোদী
দ্বারভাঙার এই অনুষ্ঠানে নীতীশের প্রশংসা করে মোদী বলেছেন, ‘সুশাসনের আদর্শ উদাহরণ তৈরি করেছেন নীতীশ কুমার। তিনি রাজ্যকে জঙ্গলরাজের যুগ থেকে টেনে তুলেছেন। তাঁর এই কৃতিত্বের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিহারের অনেক উন্নতি হচ্ছে। বিহারের পূর্বতন সরকার স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামোর দিকে নজর দেয়নি। ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নীতীশ কুমার ক্ষমতায় আসার পরেই পরিস্থিতির উন্নতি হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Nitish Kumar: আমলার পায়ে ধরতে গেলেন নীতীশ কুমার! কেন এমন কাণ্ড বিহারের মুখ্যমন্ত্রীর? দেখুন ভিডিও
Nitish Kumar: 'হাতটা দেখি,' মোদীকে কী বললেন নীতীশ? ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা