'আগে পশুখাদ্য খেয়েছিল, এবার যদি ক্ষমতায় আসে এরা তাহলে...' বিস্ফোরক মন্তব্য যোগীর

Yogi Adityanath : ‘ভোটারদের উৎসাহ দেখায় যে ১৪ নভেম্বর যখন ইভিএম খোলা হবে, তখন বিহারের মানুষ আবারও একটি এনডিএ সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নেবে।’ যোগী আদিত্যনাথ বিহারের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে বলেন….

Share this Video

Yogi Adityanath : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বিহারের আরারিয়ায় এক নির্বাচনী জনসভায় অংশ নেন। তিনি বলেন, 'ভোটারদের উৎসাহ দেখায় যে ১৪ নভেম্বর যখন ইভিএম খোলা হবে, তখন বিহারের মানুষ আবারও একটি এনডিএ সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নেবে।'

যোগী আদিত্যনাথ বিহারের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে বলেন, 'যারা সেই গৌরবময় অতীতকে সংকটে ফেলেছে, তারাই বিহারের আসল অপরাধী।' তিনি অভিযোগ করেন, 'যাদের অতীত কলঙ্কিত, তারা আজ বড় বড় ঘোষণা নিয়ে আপনাদের প্রলুব্ধ করতে এসেছে।'

এই সফরকে কেন্দ্র করে এনডিএ শিবিরে নতুন উদ্দীপনা দেখা গেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে যুবসমাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা নির্বাচনী প্রচারে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Related Video