সংক্ষিপ্ত
বিজেপির প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পগুলিকেও তুলে ধরলেন দলীয় সভায়।
ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্য নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের নেতা কর্মী, সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় দুর্নীতি ও রাজবংশের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। পাশাপাশি তিনি বলেন দেলের সদস্যদের কঠোর লড়াই করতে হবেয তিনি আরও বলেছেন দেশ বিজেপির কাছে সবকিছুর উর্ধ্বে। গেরুয়া শিবি ভারতকে দুর্নীতিমূক্ত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। পাশাপাশি স্বজন পোষণ নীতি আইনশৃঙ্খলার উন্নিতি করা জন্যও লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়েবকাস্টের মাধ্যমে মোদীর ভাষণ গোটে দেশে বিজেপি নেতা ও কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ভারতীয় জনতা পার্টি।
মোদীর মন্তব্যঃ
১. ইস্যু দুর্নীতি
ভারত বর্তমানে হনুমানের শক্তির মতই নিজের সম্ভাবনাকে উপলব্দি করছে। বিজেপি দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। আইনশৃঙ্খলাকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করছে। ভগবান হনুমানের অনুপ্রেচনায় বিজেপি এগিয়ে যাচ্ছে। আমরা যদি ভগবান হনুমানের পুরো জীবন দেখি তাহলে দেখব 'করতে পারব' এই মনোভাব নিয়ে হনুমানজি এগিয়ে চলেছিলেন। যা তাঁকে সাফল্য এনে দিয়েছি।
২. বাদশাহী মানসিকতা
নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন কংগ্রেসকে। তিনি বাদশাহী মানসিকতার লোকেদের নিন্দা করেছেন। বলেছেন ২০১৪ সাল থেকেই তারা বঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়াদের অপমান করেছে।
৩. বিরোধীদের কটাক্ষ
নরেন্দ্র মোদী বিজেপির প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের কটাক্ষ করেন। বলেন বিরোধীরা পরিবারতন্ত্র ও জাতপাতের রাজনীতি করতেই ব্যস্ত। ভারতের রাজনৈতিক বৃদ্ধিকে স্তব্ধ করার চেষ্টা করেছে বিরোধীরা। দরিদ্রদের জন্য বিরোধীরা কিছুই করেনি বলে অভিযোগ।
৪. বিজেপিকে সহ্য করতে পারে না বিরোধীরা
বিজেপিকে সহ্য করতে পারে না বিরোধীরা। চড়া সুরেই মোদী বিরোধীদের আক্রমণ করেন। বলেন বিজেপি দেশের জন্য যে কাজ করছে তা বিরোধীরা হজম করতে পারছে না।
৫. কাশ্মীর ইস্যু
মোদী দলের প্রতিষ্ঠা দিবসে কাশ্মীর ইস্যু উত্থাপন করেন। বলেন, বিরোধীরা ভারতেই পারেনি কখনও ৩৭০ ধারা তুলে দেওয়া যাবে। তিনি বলেন বিরোধীরা এতটাই মরিয়া যে তারা মোদীর কবর খোঁড়ার স্লোগান দিচ্ছে।
৬. হনুমানের অনুপ্রেরণা
প্রধানমন্ত্রী এদিন বলেন বিজেপি হনুমানের কাছ থেকে অনুপ্রেরণা পায়। বলেন 'হনুমানজি সবকিছু করতে পারেন। সবার জন্য করেন। কিন্তু নিজের জন্য কিছু করেন না।'
৭. সমুদ্রের মত বড় চ্যালেঞ্জ
আমাদের দল ও দলের কর্মীরা হনুমানজির মূল্যবোধ আর শিক্ষা থেকে অনুপ্রাণিত। সমুদ্রের মত বড় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে সকলের জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন।
৮. দেশই মূলমন্ত্র
মোদী এদিন বলেন তাঁর দলের কর্মীদের এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিজেপি কর্মীদের কাছে আগে দেশ। তারপর বাকি সবকিছু।
৯. কেন্দ্রের উন্নয়ন প্রকল্প
দলীয় প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রের বিজেপি সরকার যেসব প্রকল্পগুলি নিয়েছে সেগুলির কথা উত্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কৃষি, প্রতিরক্ষা একাধিক ক্ষেত্র তাঁর সরকার যথেষ্ট কাজ করেছে। যা দেশের উন্নতিতে সহায়ক ভূমিকা গ্রহণ করেছে।
১০. কংগ্রেসকে আক্রমণ
মোদী বলেন কংগ্রেসের পরিচয় হল দুর্নীতি, স্বজনপ্রীতি। যেখানে বিজেপি এসবের বাইরে থেকেই কাজ করে। তিনি বলেন কোনও রকম বৈষম্য ছাড়াই বিজেপি দেশের ৮০ কোটি মানুষকে রেশন দিয়েছে বিনামূল্য। করোনাকালে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।