আগামী ২৮ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচন মোট তিন দফায় হবে ভোট গ্রহণ চিরাগ পাসোয়ান একলা চলার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি জেডিইউ একসঙ্গে লড়াই করবে
বিহারে আগামী ২৮ অক্টোবর বিধানসভা নির্বাচনের প্রথম দফা। তার আগে গত রবিবার এনডিএ জোট ভাঙল রামবিলাস ও চিরাগ পাসোয়ানের এলজেপি। দলীয় কোর কমিটির বৈঠকে লোক জনশক্তি পার্টির সিদ্ধান্ত কোনও অবস্থায় আর নীতীশ কুমারের নেতৃত্ব মানা সম্ভব হচ্ছল না। লোজপা সুপ্রিমো চিরাগ পাসোয়ান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা আছে। কিন্তু বিহারে এনডিএ জোটে আর লড়াই করা হবে না।
এনডিএ জানায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে জেডিইউ লড়বে ১২২ আসনে। বিজেপি ৯৫টিতে। অন্য সহযোগী লোক জনশক্তি পার্টির জন্য ২৫টি আসন ছাড়া হয়েছে। এতেই ক্ষোভ বাড়ে চিরাগ পাসেয়ানের। চিরাগ পাসোয়ান ঘোষণা করেন, তাঁর দল এলজেপি এবার এনডিএ জোটের শরিক হিসাবে ভোটে লড়বে না। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কয়েকটি সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। তাই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিজেপির সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই।
এলজেপি ভোটে নীতীশ কুমারের জেডি (ইউ)-এর বিরুদ্ধে প্রার্থী দেবে। কিন্তু বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে না। রাজনীতিক মহলের ধারণা, চিরাগের এই সিদ্ধান্তের পিছনে বিজেপির সমর্থন আছে। নীতীশ কুমারের বিরুদ্ধে চিরাগ কড়া সমালোচনা করার পরও বিজেপি কোনও প্রতিক্রিয়া জানায় না। যদিও আনুষ্ঠানিকভাবে তারা আগেই জানিয়ে দিয়েছে, বিহারে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন নীতীশ।
অন্যদিকে বিরোধীদের তরফে এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রাজ্যের ২৩০ টি বিধানসভা আসনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বীর দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪৪ টিতে। তাঁদের জোটশরিক কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭০ টি আসন। বাম দলগুলি লড়বে ২৯ আসনে। আরজেডি-র ২৩০ টি আসনের মধ্যে কয়েকটি ছেড়ে দেওয়া হবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে।বিরোধীদের এই আসন ভাগাভাগিতে অসন্তুষ্ট হয়েছে ভিআইপি পার্টি নামে একটি ছোট দল। তারা বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে।

আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষি চলছিল শুরু থেকেই। কিন্তু জোট যাতে ভেঙে না যায় তার জন্যে সব ধরণের চেষ্টা ছিল বিজেপি তরফে। গত বছর ঝাড়খণ্ডে একলা চলো নীতির জেরে বিজেপিকে হারতে হয়েছিল। মহারাষ্ট্রেও মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিবাদের জেরে দীর্ঘদিনের বন্ধু শিবসেনার হাত ছাড়তে হয়।পর পর দুটি ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিহারে এগোতে চেয়েছিল গেরুয়া শিবির। যে কারণে দেবেন্দ্র ফড়নবিশকে বিহার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নানাভাবেই বিহারে বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ। বর্ষার মরশুমে বিহারের ১৮টি জেলা বন্যা কবলিত। তাছাড়া করোনার আবহে বিহারে বিধানসভা নির্বাচন। গত কয়েকমাসে বিহারে ফিরেছেন ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক। যাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের রোষের মুখে পড়তে হয়েছিল নীতীশ কুমারকে। কর্মসংস্থান চিরকালই বিহারের জন্য একটি মাথা ব্যথার কারণ। এর জেরেই এত সংখ্যক মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয়।

