সংক্ষিপ্ত

বিজেপি সূত্রের খবর নির্বাচন কমিটির বৈঠক ২০ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই প্রথম পর্বের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে। তারপরই তা প্রকাশ করা হবে।

 

আগামী মাসেই লোকসভা নির্বাচনেরর দিন ঘোষণা হতে পারে। কিন্তু তার আগেই বিজেপি দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। প্রথম পর্বে দলের ১০০ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। তেমনই জানিয়েছে বিজেপির একটি সূত্র। প্রথম তালিকায় দলের হেভিওয়েট প্রার্থীদের নাম থাকবে। তালিকায় থাকতে পারে নরেন্দ্র মোদী , অমিত শাহর মত দলের শীর্ষ নেতৃত্বের নাম।

বিজেপি সূত্রের খবর নির্বাচন কমিটির বৈঠক ২০ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই প্রথম পর্বের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে। তারপরই তা প্রকাশ করা হবে। বিজেপির প্রথম পর্বের প্রার্থী তালিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা নির্বাচন ২০২৪ এ ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ৩৭০টি আসন জয়ের লক্ষ্য নিয়েই নির্বাচনী ময়দানে নামছে। এনডিএ ৪০০টি আসন পাবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহের প্রথম শীর্ষ স্থানীয় নেতারা।

বিজেপি সূত্রের খবর, নরেন্দ্র মোদী এবারও বারাণসী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারেন। গত দুটি নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। ২০১৪ সালে তিনি ৩.৩৭ লক্ষ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে জয়ী হয়েছিলেন ৪.৮ লক্ষ ভোটে। এবারও অমিত শাহ দাঁড়াতে পারেন গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে। এটি একটা সময় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীর খাস তালুক ছিল।

গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে বলেছিলেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে ৩৭০ আসনে জয়ী হতে হবে। তার জন্য আগামী ১০০ দিন দলের নেতা কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের নেতা ও কর্মীদের দেশের প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছাতে হবে। তাতেই দলের জয় নিশ্চিত হবে। কিন্তু তারজন্য ১০০ দিন কঠোর পরিশ্রম করতে হবে।

বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করেছে বিজেপির নেতা কর্মীরা। তাই নির্বাচনের দিন ঘোষণার আগেই দলটি আঁটঘাঁট বেঁধে নামতে চাইছে।

আরও পড়ুনঃ

Sandeshkhali: মিনাক্ষী হঠাৎ শাড়ি পরে কেন গেলেন সন্দেশখালিতে? শেষপর্যন্ত বসিরহাটে এসপি অফিসে দিলেন স্মারকলিপি

Accident: গঙ্গা স্নানে বেরিয়ে দুর্ঘটনায় কবলে ট্র্যাক্টর-ট্রলি, প্রাণ গেল শিশু-সহ ২২ জন তীর্থযাত্রীর

তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও আশাবাদী কংগ্রেস, আপ-এর সঙ্গে জোট প্রায় পাক্কা