সংক্ষিপ্ত
আদানি ইস্যুতে মোদীকে নিশানা ধনকুবের জর্জ সোরোসের। পাল্টা তাঁকে আক্রমণ স্মৃতি ইরানির।
ধনকুবের ও বিনিয়োগকারী জর্জ সোরেসের মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল ভারতীয় রাজনীতি। গৌতম আদানি ইস্যুতে তিনি মন্তব্য করেন। তারপর থেকেই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে ভারতীয় রাজনীতিতে।
জর্জ সোরোস-এর মন্তব্য
বিজনেস টাইকুন জর্জ সোরোস বলেছেন, গৌতম আদানির শেয়ার বাজারের সাম্প্রতিক সমস্যাগুলি ভারতের গণতন্ত্রকে পুনরুজ্জীবনে উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নের উত্তর দিতে হবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের আগেই একটি বক্তৃতায় জর্জ সোরোস আদানি ইস্যুতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি আরও বলেন, 'মোদী এই বিষয়ে নীরব রয়েছেন। কিন্তু তাঁকে ভারতের সংসদে ও বিনিয়োগকারীদের তোলা প্রশ্নের উত্তর দিতে হবে।' মার্কিন ধনকুবের হিসেবে পরিচিত জর্জ সোরোস। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৮.৫ মার্কিন বিলিয়ন। বেশ কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। একই সঙ্গে গণতন্ত্র ও বাক স্বাধীনতার প্রচারের প্রথম সারিতে দেখা যায় তাঁকে। ওপেন সোস্যাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি।
পাল্টা স্মৃতি ইরানির মন্তব্য
সোরোসের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, তিনি বলেন বিদেশি শক্তি, এরা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে। পাশাপাশি ভারতের নাগরিকদের কাছে বিদেশিদের এজাতীয় মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, জর্জ সোরোস-এই এই মন্তব্যের উদ্দেশ্য ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা। যেসব বিদেশি শক্তি ভারতের গণতান্ত্রিক বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তাদের পরাজিত করতে হবে। এখানেই শেষ নয়, স্মৃতি ইরানি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানি কেলেঙ্কারির কোনও যোগাযোগ নেই। তিনি আরও বলেন নেহেরুর উত্তরাধিকারীদের পাশে দাঁড়ানোর জন্যই এজাতীয় মন্তব্য করেছেন ধনকুবের। স্মৃতি এভাবেই টার্গেট করেন রাহুল গান্ধীকে। স্মৃতি ইরানি আরও বলেন বিনিয়োগকাী শুধুমাত্র ভারতকে নয়,একই সঙ্গে গোটা দেশকেও আক্রকরেছেন।
কংগ্রেসের মন্তব্য
কংগ্রেসও সোরোসের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে। দলের নেতা জয়রাম রমেশ টুইট করে বলেছেন, গৌতম আদানির বিষয়টি দেশের গণতান্ত্রিক পুনরুজ্জীবনের সূচনা করে কিনা তা সম্পূর্ণরূপে কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের ওপর নির্ভর করে। এর সঙ্গে জর্জ সোরোসের কোনও সম্পর্ক থাকতে পারে না। তিনি আরও বলেন 'আমাদের নেহেরুর উত্তরাধিকারীদের জয় নিশ্চিত করতে সোরোসের মত লোকেদের প্রয়োজন হয় না। '
আরও পড়ুনঃ
DA: ডিএ-র দাবিতে আজ কালো ব্যাজ পরে কাজ, সোম ও মঙ্গলবার কর্মবিরতি পালন সরকারি কর্মীদের