'বিরোধীরা মণিপুর দেখতে পায়, কিন্তু মালদা দেখতে পায়না', লোকসভায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
'বিরোধীরা কোচবিহার দেখতে পায়না, মালদা দেখতে পায় না'। সংসদের বাইরে পশ্চিমবঙ্গে সরকারকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
সোমবার পশ্চিমবঙ্গ সহ বিহার এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে লোকসভায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালদা-সহ রাজ্যের একাধিক ঘটনা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন সুকান্ত মজুমদার। শাসকদল রাজ্যের অভ্যন্তরে ঘটা নারী নিগ্রোহের ঘটনা দেখতে পাননা বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মালদা, কোচবিহার, পাঁচলা-সহ একাধিক রাজ্যের অভ্যন্তরীন বিষয় সংসদে তোলার কথাও বলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
Read more Articles on