সংক্ষিপ্ত
দলের সদস্যদের রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন, 'আজকের থিম কী, আমাকে ঠিক কী বলতে হবে?' দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সেই ভিডিও ফাঁস করেছেন অমিত মালব্য।
নেপালের নাইটক্লাবের আক্রমণের রেশ এখনও কাটেনি। বিজেপি হাতে রাহুল গান্ধীকে নিশানা করার দ্বিতীয় অস্ত্র চলে এসেছে। যা নিয়ে বিজেপির নেতা তথা আইটি সেলের মুখপাত্র অমিত মালব্য রীতিমত তীরবিদ্ধ করেছেন কংগ্রেসের ওয়াইনাডের সাংসদকে। মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে তিনি নিশানা করেন রাহুল গান্ধীকে।
তেলাঙ্গনায় গিয়েছিলেন রাহুল গান্ধী। অমিত মালব্যর পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সেখানে তিনি কথা বলেন কংগ্রেসের নেতাদের সঙ্গে। দলের সদস্যদের রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন, 'আজকের থিম কী, আমাকে ঠিক কী বলতে হবে?' দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সেই ভিডিও ফাঁস করেছেন অমিত মালব্য। ভিডিওটির শেষে দেখা যাচ্ছে রাহুল বলছেন, 'দয়া করে এটা বন্ধ করুন।' অর্থাৎ রেকর্ডিং বন্ধ করার কথা বলেছেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি।
এই ভিডিও পোস্ট করেই অমিত মালব্য বলেছেন, 'গতকাল রাহুল গান্ধী তেলাঙ্গনায় তাঁর সমাবেশের সঙ্গে আগে কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন। তার আগেই তিনি জানতে চেয়েছেন থিমটি কী হবে। আর তাঁকে কী কী বলতে হবে।' বিজেপি নেতা আরও বলেছেন ব্যক্তিহত বিদেশ ভ্রমণ, নাইক্লাবের সঙ্গে রাহুল গান্ধী দেশের রাজনীতিকে গুলিয়ে ফেলেছেন। তিনি আরও বলেন রাহুল গান্ধী মনে করেন দেশের মানুষ কিছুই বোঝে না।
যদিও অমিত মালব্যের টুইট নিয়ে রাহুল গান্ধী কিছুই বললেননি। তবে তাঁর পাশে দাঁড়িয়েছে তাঁর দল কংগ্রেস। পবন খেরা বলেছেন অমিত মালব্য অপরিণত রাজনীতি করছেন। তিনি মনে করেন দেশের মানুষ কিছুই বোঝেন না। পাশাপাশি তিনি বলেন কেসিআরকে কাছে টানার জন্যই এজাতীয় কাজ করছে বিজেপি। তবে রাহুল গান্ধীর সমালোচনা করেছেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, তেলাঙ্গনার মানুষকে কী বার্তা দিতে চান কংগ্রেস নেতা তাই তাঁর নিজের কাছে স্পষ্ট নয়। অন্যদিকে হায়দরাবাদ মিউনিসিপালিটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে কংগ্রেস।
শুক্রবার তেলাঙ্গানার জনসভা থেকে রাহুল গান্ধী স্পষ্ট ঘোষণা করেন, এই রাজ্যে কংগ্রেস ক্ষমতা দখল করলে ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের কর মকুব করবে। তিনি আরও বলেছেন তেলাঙ্গনা রাষ্ট্র সমিতি বা কেসিআর-এর দলের সঙ্গে কংগ্রেসের কোনও জোট হবে না।