Bhupatinagar NIA Attacked: 'ভূপতিনগরের হামলা হল সন্দেশখালি ২.০', তীব্র নিন্দা বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা। তীব্র নিন্দা করে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার। তিনি এই হামলাকে সন্দেশখালি ২.০ আখ্যা দেন। পাশাপাশি 'তৃণমূল কংগ্রেসের অর্থ হল টেরর, মাফিয়া, করাপশন' জানান তিনি।

/ Updated: Apr 06 2024, 03:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলার আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে।  শাসক দল তৃণমূল কংগ্রেসের অর্থ হল  টেরর, মাফিয়া, করাপশন- টিএমসি।  বাংলার এই অবস্থায় রাজ্যের মহিলারা নিরাপদ নন। তৃণমূলের রাজত্বে রাজ্যের আইনশঙ্খলা প্রতিদিনই নিচুতে নেমে যাচ্ছে। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি আর মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে।  সন্দেশখালির ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। পাশাপাশি ভূপতিনগরের ঘটনার তীব্র নিন্দা করেন।