সংক্ষিপ্ত
- আচমকা বিস্ফোরণ বিধায়কের বাড়ির সামনে।
- মৃত্যু হয়েছে এক স্থানীয় ব্যক্তি।
- ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
- বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
রবিবার সাড়া দেশে যখন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে, সেই সময়ই কর্নাটকের রাজেশ্বরীনগরের বিধায়ক মুনিরত্নের বাড়ির সামনে আচমকা এক তীব্র বিস্ফোরণে প্রাণ হারালেন এক ব্যক্তি। বেঙ্গালুরু শহরের ভ্যালিকাভাল এলাকায় ওই বিধায়ক তথা কংগ্রেস নেতার বাড়ি। বিস্ফোরণটি ঘটে বাড়ির সামনে থাকা গাড়ি পার্ক করার জায়গায়।
বিস্ফোরণে যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম ভেঙ্কটেশ বলে জানা গিয়েছে। তিনি, ওই বিধায়কের বাড়িতেই গৃহ সহায়কের কাজ করতেন। ভ্যালিকাভালেই তাঁর বাড়ি। বিস্ফোরণের সময় তিনি ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে।
ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটল সেই সম্পর্কে তাঁরা এখনও কিছু জানাতে পারেননি। তদন্ত চলছে।
কংগ্রেস নেতা তথা বিধায়ক মুনিরত্ন একজন ফিল্ম প্রযোজকও বটে। তিনি আপাতত কুরুক্ষেত্র নামে একটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। বিস্ফোরণের সময় তিনি ঠিক কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।