এক ধাক্কায় দ্বিগুণ হল BLO-দের বেতন! বাড়ল ভাতাও! এবার থেকে কত করে পাবেন তাঁরা?
BLO - দের ভাতাবৃদ্ধির খবর অগাস্টেই জানিয়েছিল নির্বাচন কমিশন। একধাক্কায় দ্বিগুণ করা হল তাঁদের ভাতা। SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সেই আবহে ফের চর্চায় উঠে আসে এ বছর বুথ লেভেল অফিসারদের বেতনবৃদ্ধির বিষয়টি। জেনে নিন এখন কত পারিশ্রমিক তাঁদের?

SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। সেই আবহে ফের চর্চায় উঠে আসে এ বছর বুথ লেভেল অফিসারদের বেতনবৃদ্ধির বিষয়টি।
BLO - দের ভাতাবৃদ্ধির খবর অগাস্টেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই কথা মতো একধাক্কায় দ্বিগুণ করা হল তাঁদের ভাতা। ফের চর্চায় উঠে এসেছে এ বছর বুথ লেভেল অফিসারদের বেতনবৃদ্ধির বিষয়টি। জেনে নিন এখন কত পারিশ্রমিক তাঁদের?
২০১৫ সালের পর এই বছর ২০২৫ সালে বিএলও, বিএলও সুপারভাইজারদের বেতন ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ERO (Electoral Registration Officers) এবং AERO (Assistant Electoral Registration Officer )দেরও সাম্মানিক ভাতা চালু করা হয়েছে এই বছরই । এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অগাস্টেই প্রকাশ করে কমিশন। এসআইআর নিয়ে নানা খবরের আবহে এই খবরটিও উঠে এসেছে শিরোনামে।
নির্বাচন কমিশনের দ্বারা প্রকাশিত অগাস্ট মাসের বিজ্ঞপ্তি অনুসারে, বাড়ানো হয় বুথ লেভেল অফিসারদের বেতন। নির্বাচন কমিশন (ECI) এর নির্দেশে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার বা বিএলও-দের পারিশ্রমিক প্রতি ইলেকশন সাইকেলে ৬০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১২০০০ টাকা করা হয়।
বিএলও সুপারভাইজারদেরও পারিশ্রমিক বাড়ানো হয়। তাদের পারিশ্রমিক ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়। এছাড়া ERO (Electoral Registration Officers) এবং AERO (Assistant Electoral Registration Officer )দেরও সাম্মানিক ভাতা চালু করা হয় এ বছরই।
কোন স্তরে কত টাকা বৃদ্ধি ?
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, Booth Level Officer বা BLO রা ২০১৫ সাল থেকে পেতেন ৬ হাজার টাকা। এখন তাঁরা পাবেন ঠিক দ্বিগুণ, ১২ হাজার টাকা । যেসব BLO রা নির্বাচনী তালিকা রিভিশনের কাজ করবেন তাঁরা এতদিন ইনসেনটিভ পেতেন ১ হাজার টাকা, এখন তাঁরা পাবেন ২ হাজার টাকা।
BLO Supervisor হিসেবে যাঁরা কাজ করেন, তাঁদের প্রাপ্য ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা করা হল। AERO রাও এখন থেকে ২৫ হাজার টাকা করে পাবেন আর ERO রা পাবেন ৩০ হাজার টাকা।
এই পারিশ্রমিক ২০১৫ সালে শেষ ধার্য হয়েছিল। তারপর ২০২৫ এ তার বড় বদল হয়েছে অগাস্টের বিজ্ঞপ্তি অনুসারে। তবে ইআরও এবং এইআরও-রা এর আগে কোনও সাম্মানিকও পেতেন না। এ বছর তাঁরা এই বড় অঙ্কের টাকা পাবেন সাম্মানিক দক্ষিণা হিসেবে।

