সংক্ষিপ্ত
২৬ জুন এই মন্দিরের ওপর বেআইনি ড্রোন ওড়াচ্ছিলেন তিনি, ‘নো ড্রোন এলাকা’-এ তাঁর যন্ত্রটিকে উড়তেই সেটা নজরে আসে মন্দিরের কর্মীদের।
পর্যটক ভিসায় বাংলাদেশের ঢাকা থেকে ভারত ভ্রমণে এসেছিলেন ৩৩ বছর বয়সি মোমো মোস্তাফা। সোমবার রাজধানী দিল্লির বিখ্যাত অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে গিয়ে বাঁধিয়ে ফেললেন গোলযোগ। ২৬ জুন এই মন্দিরের ওপর বেআইনি ড্রোন ওড়াচ্ছিলেন তিনি, ‘নো ড্রোন এলাকা’-এ তাঁর যন্ত্রটিকে উড়তেই সেটা নজরে আসে মন্দিরের কর্মীদের। সঙ্গে সঙ্গে তাঁরা দিল্লি পুলিশে খবর দেন। হাতেনাতে পাকড়াও করা হয় বাংলাদেশি নাগরিক মোমো মোস্তাফাকে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, সোমবার দুপুর ৩টে নাগাদ অক্ষরধাম মন্দিরের তরফে স্থানীয় মান্দাওয়ালি থানায় জানানো হয় যে মন্দির সংলগ্ন অঞ্চলে একজন অজানা মহিলা ড্রোন ওড়াচ্ছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মান্দাওয়ালি থানার পুলিশ কর্মীরা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ‘নো ড্রোন এলাকা’-এ ড্রোন ওড়ানোর অভিযোগে তাঁরা ৩৩ বছর বয়সি মোমো মোস্তাফাকে আটক করেন এবং তাঁর ড্রোন-টি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয়।
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন মোমো মোস্তাফা। বাংলাদেশ থেকে BBA স্নাতক স্তরে পাশ করে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে। তাঁর ভিসার মেয়াদ রয়েছে ৬ মাস পর্যন্ত। চলতি বছরের মে মাসে তিনি ওই ভিসাটি পেয়েছিলেন এবং এই বছরেই ২৫ মে তারিখে তিনি ভারতে এসেছিলেন। ২০২৩ সালের ৫ জুলাই, অর্থাৎ, আগামী সপ্তাহেই তাঁর বাংলাদেশ ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, বর্তমানে তিনি দিল্লি পুলিশের হাতে বন্দি হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১৮৮ আই পি সি ধারার অধীনে মামলা রুজু হয়েছে। কী কারণে তিনি অক্ষর ধাম মন্দিরের ওপরে ড্রোন ওড়াচ্ছিলেন, তাঁর কোনও ক্ষতিকর অভিসন্ধি ছিল কিনা, কী উদ্দেশ্যে বা কার মদতে তিনি ওই কাজ করছিলেন, তাঁর সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত আছেন কিনা এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তাঁকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে চলেছে দিল্লি পুলিশ। পাশাপাশি, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-
Gold Price: সোনা-রুপোর দামে আজ হালকা বাড়বাড়ন্ত, জেনে নিন মঙ্গলবারের লেটেস্ট দর
Weather News: আবহাওয়ায় খারাপ খবর! বৃষ্টি থামলেই কলকাতায় ফিরতে চলেছে প্যাচপ্যাচে গরম