সংক্ষিপ্ত

ঘোড়ার পরে এবার লোকাল ট্রেনে যাত্রা করছে ষাঁড়! সম্প্রতি ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য। অভিযোগ ঝাড়খণ্ডের একটি লোকাল ট্রেনে ষাঁড় নিয়ে উঠে পড়েন এক ব্যক্তি। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরো ঘটনাটি ভিডিয়ো করে সহযাত্রীরা এবং কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় যায় ভিডিয়োটি।
 

ঘোড়ার পরে এবার লোকাল ট্রেনে যাত্রা করছে ষাঁড়! সম্প্রতি ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য। অভিযোগ ঝাড়খণ্ডের একটি লোকাল ট্রেনে ষাঁড় নিয়ে উঠে পড়েন এক ব্যক্তি। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরো ঘটনাটি ভিডিয়ো করে সহযাত্রীরা এবং কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় যায় ভিডিয়োটি।
এর আগে বিহারের ট্রেনে সাইকেল, সবজি, আনাচপাতি নিয়ে যাত্রা করার দৃশ্য বহুবার দেখা গিয়েছে। এবার তার এককাঠি উপরে গিয়ে একেবারে ষাঁড় নিয়ে ট্রেনে উঠে পড়তে দেখা গেল এক ব্যক্তিকে। ঝাড়খণ্ডের মির্জাচৌকি স্টেশনে ঘটনাটি ঘটে।ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোটা বিষয়টি নজরে আসে রেলের। তার পরিপ্রেক্ষীতেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল। 


পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত মির্জাচৌকি স্টেশন থেকে কয়েকজন যুবক একটি ষাঁড়কে ট্রেনে তুলে দিয়ে সিটের হাতলের সঙ্গে বেঁধে দেয়। এবং ট্রেনে উপস্থিত যাত্রীদের অনুরোধ করে ষাঁড়টিকে সাহিবগঞ্জ স্টেশনে নামিয়ে দিতে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট নিয়মকানুন ছাড়া পশু নিয়ে ট্রেনে যাত্রা করা যায় না। ভারতীয় রেলের ১৪৫, ১৪৭ এবং ১৫১ ধারায় এই বিষয় তদন্ত করা হবে তা। ইতিমধ্যে দুই স্টেশন মাস্টার ও RPF-এর থেকে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে রেল। 

আরও পড়ুনদিঘা-হাওড়া রুটে ছুটবে আরও ট্রেন, অবশেষে বাংলা পক্ষের দাবি মানল রেল
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল পূর্ব রেলের শেয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখার ক্ষেত্রে ঘোড়া নিয়ে ট্রেনে যাতায়াত করার দৃশ্য দেখা গিয়েছিল। বারবার একই ঘটনায় প্রশ্ন উঠছে RPF-এর নজরদারি নিয়ে।

আরও পড়ুন লোকালে আর একঘেয়েমি নয়, ট্রেনের ভেতর চালু হল টিভি