সংক্ষিপ্ত
উড়োজাহাজ নির্মাণে আবার নজির গড়ছে ভারত।সি ২৯৫ নামে একটি বিমান নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে যা হলো প্রথম ভারতে নির্মিত এরোস্পেস প্রোগ্রাম।
উড়োজাহাজ নির্মাণে আবার নজির গড়ছে ভারত। প্রধানমন্ত্রী সামরিক পরিবহন বিমান নির্মাণের জন্য টাটা এয়ারবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ২০২২ র ৩০ শে অক্টোবর । আর তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যে সমস্ত দেশ পরিবহন বিমান নির্মাণ করতে পারে তাদের একজন হয়ে উঠেছিল ভারতবর্ষ। মোদির অফিস সূত্রে খবর যে মিলিটারি এয়ার ট্রান্সপোর্ট কমপ্লেক্সের উন্নয়নের স্বার্থেই এমন কর্মকান্ডে উদ্যোগ নিয়েছিলেন মোদী সরকার ।
টাটা এয়ারবাস সংস্থা সূত্রে খবর , " এখনো পর্যন্ত সি ২৯৫ নামে একটি বিমান নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এই সি ২৯৫ হলো ভারতে নির্মিত প্রথম এরোস্পেস প্রোগ্রাম। বিমান সংক্রান্ত শিল্প বিকাশের জন্য এই প্রোগ্রাম ভারতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে। এবং টাটা এরোস্পেস কোম্পানিটি এই বিমানের সমাবেশ , পরীক্ষা , কার্যকারিতা নিরীক্ষণ ও ডেলিভারি- সমস্ত জীবনচক্রের রক্ষনাবেক্ষনের দ্বায়িত্বে থাকবে। চুক্তির শর্তাবলী অনুযায়ী সেপ্টেম্বর ২০২৩ থেকে অগাস্ট ২০২৫ এর মধ্যে মোট ১৬ টি সি২৯৫ বিমান নিমার্ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং বাকি ৪০ টি বিমান প্রয়োজনের সময় একে একে সরবরাহ করার কথা রয়েছে।
এই বিমানগুলি অত্যাধুনিক আঙ্গিকে নির্মাণ করা হবে। স্পেনে যে এয়ারবাস চলে তার ৯৬ শতাংশই আপডেটেড।ভারতে তৈরী হাওয়া বিমানগুলিতেও যাতে এইরকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় সেই বিষয়টি বিশেষ নজরদারিতে রাখবে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রকল্পটি একবার সফল হলে প্রতিযোগিতামূলক বিমান শিল্পে নজরকাড়া অগ্রগতি করবে ভারত। এবং এর ফলে ভারতে তৈরী হবে নতুন শিল্প প্রতিষ্ঠান যা কর্মসংস্থান জোগাবে ভারতের যুবসমাজে। এবং একবার এটি নির্মাণ করতে পারলে ভারতের অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিং বাড়বে। যার ফলে এভিয়েশন শিল্পে আমদানির উপর যে নির্ভরতা তৈরী হয়েছিল ভারতের তা হ্রাস পাবে। ও রপ্তানি বাড়বে।
মোদি সরকারের উচ্চাকাঙ্ক্ষী মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে ভারত তার প্রতিরক্ষা খাতে ব্যাপক পরিবর্তন শুরু করেছে। ক্ষেপণাস্ত্র, ফিল্ড গান, ট্যাঙ্ক, বিমান বাহক, ড্রোন, ফাইটার প্লেন, ট্যাঙ্ক এবং হেলিকপ্টারগুলির মতো বিভিন্ন প্রতিরক্ষা প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ উত্পাদনের জন্য বেশ কয়েকটি প্রকল্প বর্তমানে চলছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা আধুনিকীকরণের চাহিদা পূরণ করছে। যাইহোক, সামরিক পরিবহন বিমান ছিল সমগ্র প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স চেইনের একটি গুরুত্বপূর্ণ অনুপস্থিত লিঙ্ক। টাটা এবং এয়ারবাসের মধ্যে যৌথ উদ্যোগ সেই অনুপস্থিত অংশটিকে প্লাগ করেছে এবং নরেন্দ্র মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে
আরও পড়ুনঃ
জম্মু ও কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্পে ধসে চাপা পড়ে মৃত ১, আটকে অনেক
তেলাঙ্গনায় বিধায়ক কেনাবেচার অভিযোগ- অভিযুক্তদের আত্মসমর্পনের নির্দেশ হাইকোর্টের
মাদক মেশানো মদ খাইয়ে টোটো চালকে ফেলে দেওয়া হল নদীতে, জানুন তারপর কী হল