পাথুরে রুক্ষ ভূমিতে লুকিয়ে আছে একটি চিতা এমনই একটি ছবি ভাইরাল হয়েছে চিতাটিকে ছবি থেকে খুঁজে বের করার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে ছবিটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হেমন্ত দাবির তোলা
পাথুরে রুক্ষ ভূমি। তার মধ্যেই লুকিয়ে আছে একটি চিতা। চ্যালেঞ্জটা তাকে খুঁজে বের করার। শুনে মনে হতেই পারে, এ আর এমন কি? কিন্তু কাজটা যতটা সহজ মনে হচ্ছে, ততটা কিন্তু নয়।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ছবিটি। বেলা ল্যাক বলে এক টুইটার ব্যবহারকারী ছবিটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন আরেক ব্যক্তি তাঁকে ছবিটি পাঠিয়ে প্রথম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। ছবিটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হেমন্ত দাবির তোলা।
অনেকে অবশ্য মানতেই চাইছেন না ছবিটিতে আদৌ কোনও চিতাবাঘ লুকিয়ে আছে। কিন্তু এই দাবি কিন্তু মিথ্যে নয়। দেখুন তো চিতাটিকে খুঁজে পান কিনা। আর যদি না পান, তবে এই খবরের একেবারে শেষে চোখ রাখুন, পৃথক ছবিতে চিতাটিকে চিহ্নিত করা রয়েছে।
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

