দিল্লি : মাত্র ৩৫০ টাকার জন্য ৬০ বার...এতটা নৃশংসতা! হাড়হিম করা দৃশ্য

গলির মধ্যে কুপিয়ে খুন যুবককে! হাড়হিম করা দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। যুবকের গলায় পরপর ৬০ বার কোপ কিশোরের। এরপর মৃতদেহর সামনে দাঁড়িয়েই পৈশাচিক নাচ খুনির। ঘটনাস্থল উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকা। মাত্র ৩৫০ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে তীব্র বচসা।

Share this Video

গলির মধ্যে কুপিয়ে খুন যুবককে! হাড়হিম করা দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। যুবকের গলায় পরপর ৬০ বার কোপ কিশোরের। এরপর মৃতদেহর সামনে দাঁড়িয়েই পৈশাচিক নাচ খুনির। ঘটনাস্থল উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকা। মাত্র ৩৫০ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে তীব্র বচসা। এরপরেই বন্ধুকে একের পর এক কোপ কিশোরের। টাকা ছিনতাইয়ের কারণেই এই ঘটনা, অনুমান পুলিশের। এদিন সকালেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

Related Video