সংক্ষিপ্ত

শনিবার সমীর ওয়াংখেড়েকে পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই। মাঝে মাত্র ৩০ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি দিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান সমীর।

 

শনিবার মুম্বই এনসিবি-র প্রাক্তন প্রধান সমীর ওয়াংখেড়েকে ঘুষকাণ্ডে টানা পাঁচ ঘণ্টারও বেশি জেরা করল সিবিআই। কর্ডেলিয়া ক্রুজ মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে না জড়ানোর জন্য অভিনেতা থেকে সমীর ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই মামলাতেই এদিন তাঁকে পাঁচ ঘণ্টা টানা জেরা করা হয়। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে সমীর ওয়াংখেড়ে বান্দ্রা -কুরলা কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছে যান। তিনি ছাড়া পান বিকের ৪টে নাগাদ। মাঝখানে মধ্যাহ্নভোজনের জন্য তাঁকে মাত্র ৩০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল।

সিবিআই অফিসে ঢোকার সময় সমীর দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'সত্যমেব জয়তে'। তবে সিবিআই অফিস থেকে বের হওয়ার সময় তিনি কোনও কথা বলেননি। সূত্রের খবর দুপুর ২টোর সময় মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছিল। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অফআইআর দায়ের হওয়ার পরে এটাই ছিল তাঁর প্রথম সিবিআই দফতরে উপস্থিতি। আগে বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। কেন্দ্রীয় সংস্থা গত ১১ মে সমীর ওয়াংখেড়ে ও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সিবিআই-এর অভিযোগ ছিল, অপরাধমূলক ষড়যন্ত্র, তোলাবাজি, জরবদস্তি করা করা।

ড্রাগ অন ক্রুজ মামলায় শাহরুখ খানের ছেলেকে পাকড়াও করেছিল সমীর ওয়াংখেড়ের দলবল। কিন্তু আরিয়ান খানকে ড্রাগ কেসে ফাঁসানো হবে না, এই বার্তা দিয়ে শাহরুখ খানের থেকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। যদিও শুক্রবার বোম্বে হাইকোর্ট তাকে স্বস্তি দিয়েছে। কারণ সেখান থেকেই তিনি ২২ মে পর্যন্ত এই মামলায় রক্ষাকবচ পেয়েছেন। এই সময়ের মধ্যে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। অন্যদিকে ওয়াংখেড়ে তাঁর মোবাইল ফোনের একটি চ্যাটের ট্রান্সক্রিপশনও সরবরাহ করেছিলেন, যখন আরিয়ান খান এনসিবি হেফাজতে ছিল। সেখানে বলা হয়েছিল, শাহরুখ খান ওয়াংখেড়েরকে তাঁর ছেলের প্রতি সদয় হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁকে একজন সৎ অফিসার বলে প্রশংসাও করেছেন।

আরিয়ানকে ৩ অক্টোবর, ২০২১-এ এনসিবি দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল, এখানে কর্ডেলিয়া ক্রুজ জাহাজে কথিত মাদক উদ্ধারের পরে। মাদকবিরোধী সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তিন সপ্তাহ পরে হাইকোর্ট তাকে জামিন দেয়।CBI অভিযোগ করেছে যে NCB এর মুম্বাই জোন ২০২১ সালের অক্টোবরে ক্রুজ জাহাজে বিভিন্ন ব্যক্তির দ্বারা মাদকদ্রব্য সেবন এবং দখলের বিষয়ে তথ্য পেয়েছিল এবং কিছু NCB অফিসার তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে অভিযুক্তদের কাছ থেকে ঘুষ নেওয়ার ষড়যন্ত্র করেছিল।

আরও পড়ুনঃ

কর্ণাটকে শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যমণি রাহুল গান্ধী, স্পষ্ট হচ্ছে বিজেপি বিরোধী জোট- দেখুন ছবিতে

কেন বাতিল করা হল ২০০০ টাকার নোট? জানুন কী বলছে RBI-র প্রাক্তন অধিকারিক ও কংগ্রেস

Monsoon Update: বর্ষার আগমণ বার্তা সাগরে, নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছে মৌসুমী বায়ু