সংক্ষিপ্ত
প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। পাশের হার ৯৯.৩৭ শতাংশ। ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
শুক্রবার বেলা দুটোয় প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। পাশের হার ৯৯.৩৭ শতাংশ। ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। ছাত্রদের তুলনায় ০.৫৪ শতাংশ বেশি ছাত্রীর ফল ভালো হয়েছে। ৯৯.১৩ শতাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৯৯.৬৭ শতাংশ ছাত্রী পাশ করেছে।
নিজেদের রোল নম্বর ছাত্র ছাত্রীরা খুঁজে পাবে দুটি ওয়েবসাইটে গিয়ে। সেটি হল cbse.nic.in এবং cbse.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিলেই নিজেদের রেজাল্ট জানতে পারে পড়ুয়ারা। অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে। ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
Bank holidays 2021:অগাষ্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, রইল পুরো তালিকা
Vastu Tips: বেডরুমের এক কোণায় রেখে দিন নুন, সংসারে ফিরবে শান্তি-সমৃদ্ধি
জানেন কী, আপনার জীবন থেকে কেটে নেওয়া হচ্ছে এক এক সেকেন্ড আয়ু
কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারা যাবে
সিবিএসই বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রল করে পেজের নীচে রোল নম্বর ফাইন্ডার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে কন্টিনিউ লেখায় ক্লিক করতে হবে। নিজেদের শ্রেণী বেছে নিজের নাম, অভিভাবকের নাম, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।
"