CDS Bipin Rawat Chopper Crash- Live updates- ১১ জনের নিশ্চিত মৃত্যু, লড়াই জারি জেনারেল রাওয়াতের | CDS Bipin Rawat Chopper crash Live updates from Ooty, Tamil Nadu

CDS Bipin Rawat Chopper Crash- Live updates- থামল লড়াই, প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত

CDS Bipin Rawat Chopper crash Live updates from Ooty, Tamil Nadu

8:11 PM IST

সিডিএস রাওয়াতের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপ ঘোষের

জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেন দিলীপ ঘোষ

7:50 PM IST

বিপিন রাওয়াতের প্রয়াণের শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণের শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

 

6:53 PM IST

জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণে প্রধানমন্ত্রী মোদীর শোকপ্রকাশ

কপ্টার দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

6:20 PM IST

শেষরক্ষা হল না, কপ্টার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াত

কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বিপিন রাওয়াত। বুধবার বিকেলে মারা যান তিনি

6:04 PM IST

চপার দুর্ঘটনায় ১৪ যাত্রীর মধ্যে ১৩ জনের মৃত্যু

 চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) চপার দুর্ঘটনায় (Chopper crash) ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরও মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মৃতদেহগুলি শনাক্ত করার জন্য ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে। তবে সিডিএস বিপিন রাওয়াতের অবস্থা কেমন রয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি প্রশাসন। নীলগিরি জেলার জেলা শাসক জানিয়েছেন একজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আহত ব্যক্তির দেহের ৯০ শতাংশই পুড়ে গেছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনিও জানাননি বিপিন রাওয়াতের অবস্থা কেমন রয়েছে। আক্রন্ত ব্যক্তিরও কোনও পরিচয় জানান হয়নি। 

আরও জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

CDS Bipin Rawat Chopper crash: চপার দুর্ঘটনায় ১৪ যাত্রীর মধ্যে ১৩ জনের মৃত্যু, রাওয়াতের বাড়িতে ভিড়

6:02 PM IST

২০১৫ সালে কপ্টার দুর্ঘটনায় প্রাণে বেঁচেছিলেন রাওয়াত

২০১৫ সালের তেসরা ফেব্রুয়ারি একবার হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন জেনারেল বিপিন রাওয়াত। অল্পের জন্য সেদিন প্রাণ রক্ষা হয়েছিল তাঁর।  রাওয়াত নাগাল্যান্ডের ডিমাপুরে একটি চিতা কপ্টার দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন। সে সময় তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন।

4:53 PM IST

বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনা শোকপ্রকাশ মমতার

'দুঃসংবাদটা পেয়ে মনখারাপ হয়ে গেল', বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনা ইস্যুতে   মালদহের প্রশাসনিক বৈঠক মাঝপথে থামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তামিলনাড়ুতে সেনা চপার ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত । আচমকাই দুঃসংবাদ পেয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামালেন মমতা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।

 

 

4:39 PM IST

বৃহস্পতিবার সংসদে বিবৃতি রাজনাথের

বহস্পতিবার সংসদে বিবৃতি দিতে পারেন রাজনাথ সিং। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন। 

Bipin Rawat Chopper Crash: বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে রাজনাথ সিং, বৃহস্পতিবার সংসদে বিবৃতি

 

4:38 PM IST

সেনা প্রধান-রাজনাথ বৈঠক

সাউথব্লকে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং।দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। 

 

4:02 PM IST

বিপিন রাওয়াতের বাড়িতে রাজনাথ সিং

বিপিন রাওয়াতের দিল্লির  বাড়িতে রাজনাথ সিং। কথা বলেন তাঁর মেয়ের সঙ্গে। 

4:01 PM IST

প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো আরোগ্য কামনা করলেন

সিডিএস বিপিন রাওয়াতের দ্রুত আরোগ্য কামনা প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতোর। 

 

4:01 PM IST

কপ্টার দুর্ঘটনাস্থলে তামিলনাড়ুর মন্ত্রী

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নির্দেশে হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে গেলেন তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামচন্দ্রন। তিনি জানান, কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ৫জনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

3:47 PM IST

আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা

বিভাস রায়চৌধুরী জানিয়েছেন, আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। পাহাড়ি এলাকায় যদি আবহাওয়ার খারাপ থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন এমআই-১৭এর দক্ষ চালকরা এই হেলিকপ্টার তখনই চালাতে পারে যখন কোনও এলাকার দৃশ্যমানতা ৫০০ মিটার থাকে। আরও জানেতে ক্লিক করুন এখানে। CDS Bipin Rawat Chopper Crash: কেন দুর্ঘটনার কবলে বিপিন রাওয়াতের Mi-17, জানালেন প্রাক্তন বায়ুসেনা কর্মী

3:46 PM IST

উদ্বেগ প্রকাশ রাহুল গান্ধীর

জেনারেল বিপিন রাওয়াদের হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাকিদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

3:35 PM IST

সিডিএস বিপিন রাওয়াতের চপার ক্র্যাশে উদ্বেগ প্রকাশ মমতার

কুন্নুর থেকে খুবই এক দুঃখজনক খবর এসে পৌঁছেছে, এভাবেই সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

3:13 PM IST

লোকসভায় বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে লোকসভায় বিবৃতি দেবেন রাজনাথ সিং, তিনি কোয়েম্বাটোরেও যেতে পারেন বলে খবর। 


3:13 PM IST

একনজরে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের যাত্রী তালিকা

3:08 PM IST

আসছেন মুখ্যমন্ত্রীও

কুন্নুরে আসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন

3:08 PM IST

চলছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক

চলছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক। প্রধানমন্ত্রী ও অন্যান্যদের ঘটনা সম্পর্কে অবহিত করছেন প্রতিরক্ষামন্ত্রী।

3:10 PM IST

প্রধানমন্ত্রীকে খবর দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

দিল্লিতে প্রধানমন্ত্রী যখন ক্যাবিনেট মিটিং করছিলেন সে সময় সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার খবর পৌঁছয়। প্রধানমন্ত্রী মোদীকে খবর দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

 

3:08 PM IST

ঘটনাস্থলে আসছেন প্রতিরক্ষামন্ত্রী

কিছুক্ষণের মধ্যেই লোকসভায় চপার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং। তারপর তিনি দিল্লি থেকে উড়ে যাবেন কুনুরের দুর্ঘটনাস্থলে।

3:07 PM IST

১১ জনের দেহ উদ্ধার

ঘটনাস্থল থেকে মোট ১১ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

3:03 PM IST

তদন্তের নির্দেশ বায়ুসেনার

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে একটি টুইট করে প্রতিরক্ষা প্রধানের দুর্ঘটনার কবলে পড়ার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। বায়ুসেনা জানিয়েছে, কপ্টারটি ছিল একটি এমআই-১৭ভি৫ (Mi-17V5) হেলিকপ্টার। সিডিএস জেনারেল বিপিন রাওয়াত-সহ, তামিলনাড়ুর কুনুরের কাছে সেটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে, টুইট করেছে বায়ুসেনা ৷
দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

3:03 PM IST

বেশ কয়েক জনের মৃত্যু

জানা যাচ্ছে স্থানীয়রা প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুইজনের মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনের মৃতদেহ পরে রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। সেই দেহগুলি উদ্ধার ও সনাক্তকরণের চেষ্টা চলছে।

3:03 PM IST

বায়ুসেনার ঘাঁটি থেকে কুনুরের ওয়েলিংটনে ক্যান্টনমেন্টেই যাচ্ছিলেন রওয়াত

সব মিলিয়ে মোট ১৪ জন ছিলেন চপারে। তামিলনাড়ুর কোয়েম্বাটোর এবং সুলুরের মধ্যে এক জায়গায় কপ্টারটি ভেঙে পরে।  সিডিএস বিপিন রাওয়াত কোয়েম্বাটোরের কাছে সুলুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে কুনুরের ওয়েলিংটনে ক্যান্টনমেন্টেই যাচ্ছিলেন।

2:51 PM IST

হেলিকপ্টার ক্র্যাশে প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রওয়াতের স্ত্রী

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রওয়াতের স্ত্রী মধুলিকা রওয়াত। হাসপাতালে যখন তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

2:48 PM IST

আশঙ্কাজনক সিডিএস বিপিন রওয়াত

দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সিডিএস বিপিন রওয়াতকে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের হাসপাতালে পৌঁছতে নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। 

 

7:52 PM IST:

জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেন দিলীপ ঘোষ

7:50 PM IST:

জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণের শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

 

6:53 PM IST:

কপ্টার দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

6:21 PM IST:

কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বিপিন রাওয়াত। বুধবার বিকেলে মারা যান তিনি

6:04 PM IST:

 চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) চপার দুর্ঘটনায় (Chopper crash) ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরও মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মৃতদেহগুলি শনাক্ত করার জন্য ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে। তবে সিডিএস বিপিন রাওয়াতের অবস্থা কেমন রয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি প্রশাসন। নীলগিরি জেলার জেলা শাসক জানিয়েছেন একজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আহত ব্যক্তির দেহের ৯০ শতাংশই পুড়ে গেছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনিও জানাননি বিপিন রাওয়াতের অবস্থা কেমন রয়েছে। আক্রন্ত ব্যক্তিরও কোনও পরিচয় জানান হয়নি। 

আরও জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

CDS Bipin Rawat Chopper crash: চপার দুর্ঘটনায় ১৪ যাত্রীর মধ্যে ১৩ জনের মৃত্যু, রাওয়াতের বাড়িতে ভিড়

6:02 PM IST:

২০১৫ সালের তেসরা ফেব্রুয়ারি একবার হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন জেনারেল বিপিন রাওয়াত। অল্পের জন্য সেদিন প্রাণ রক্ষা হয়েছিল তাঁর।  রাওয়াত নাগাল্যান্ডের ডিমাপুরে একটি চিতা কপ্টার দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন। সে সময় তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন।

4:54 PM IST:

'দুঃসংবাদটা পেয়ে মনখারাপ হয়ে গেল', বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনা ইস্যুতে   মালদহের প্রশাসনিক বৈঠক মাঝপথে থামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তামিলনাড়ুতে সেনা চপার ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত । আচমকাই দুঃসংবাদ পেয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামালেন মমতা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।

 

 

4:39 PM IST:

বহস্পতিবার সংসদে বিবৃতি দিতে পারেন রাজনাথ সিং। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন। 

Bipin Rawat Chopper Crash: বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে রাজনাথ সিং, বৃহস্পতিবার সংসদে বিবৃতি

 

4:37 PM IST:

সাউথব্লকে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং।দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। 

 

4:02 PM IST:

বিপিন রাওয়াতের দিল্লির  বাড়িতে রাজনাথ সিং। কথা বলেন তাঁর মেয়ের সঙ্গে। 

4:02 PM IST:

সিডিএস বিপিন রাওয়াতের দ্রুত আরোগ্য কামনা প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতোর। 

 

4:01 PM IST:
মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নির্দেশে হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে গেলেন তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামচন্দ্রন। তিনি জানান, কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ৫জনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

3:47 PM IST:

বিভাস রায়চৌধুরী জানিয়েছেন, আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। পাহাড়ি এলাকায় যদি আবহাওয়ার খারাপ থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন এমআই-১৭এর দক্ষ চালকরা এই হেলিকপ্টার তখনই চালাতে পারে যখন কোনও এলাকার দৃশ্যমানতা ৫০০ মিটার থাকে। আরও জানেতে ক্লিক করুন এখানে। CDS Bipin Rawat Chopper Crash: কেন দুর্ঘটনার কবলে বিপিন রাওয়াতের Mi-17, জানালেন প্রাক্তন বায়ুসেনা কর্মী

3:46 PM IST:

জেনারেল বিপিন রাওয়াদের হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাকিদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

3:35 PM IST:

কুন্নুর থেকে খুবই এক দুঃখজনক খবর এসে পৌঁছেছে, এভাবেই সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

3:15 PM IST:

হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে লোকসভায় বিবৃতি দেবেন রাজনাথ সিং, তিনি কোয়েম্বাটোরেও যেতে পারেন বলে খবর। 


3:13 PM IST:

3:12 PM IST:

কুন্নুরে আসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন

3:10 PM IST:

চলছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক। প্রধানমন্ত্রী ও অন্যান্যদের ঘটনা সম্পর্কে অবহিত করছেন প্রতিরক্ষামন্ত্রী।

3:10 PM IST:

দিল্লিতে প্রধানমন্ত্রী যখন ক্যাবিনেট মিটিং করছিলেন সে সময় সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার খবর পৌঁছয়। প্রধানমন্ত্রী মোদীকে খবর দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

 

3:09 PM IST:

কিছুক্ষণের মধ্যেই লোকসভায় চপার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং। তারপর তিনি দিল্লি থেকে উড়ে যাবেন কুনুরের দুর্ঘটনাস্থলে।

3:07 PM IST:

ঘটনাস্থল থেকে মোট ১১ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

3:05 PM IST:

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে একটি টুইট করে প্রতিরক্ষা প্রধানের দুর্ঘটনার কবলে পড়ার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। বায়ুসেনা জানিয়েছে, কপ্টারটি ছিল একটি এমআই-১৭ভি৫ (Mi-17V5) হেলিকপ্টার। সিডিএস জেনারেল বিপিন রাওয়াত-সহ, তামিলনাড়ুর কুনুরের কাছে সেটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে, টুইট করেছে বায়ুসেনা ৷
দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

3:04 PM IST:

জানা যাচ্ছে স্থানীয়রা প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুইজনের মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনের মৃতদেহ পরে রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। সেই দেহগুলি উদ্ধার ও সনাক্তকরণের চেষ্টা চলছে।

3:03 PM IST:

সব মিলিয়ে মোট ১৪ জন ছিলেন চপারে। তামিলনাড়ুর কোয়েম্বাটোর এবং সুলুরের মধ্যে এক জায়গায় কপ্টারটি ভেঙে পরে।  সিডিএস বিপিন রাওয়াত কোয়েম্বাটোরের কাছে সুলুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে কুনুরের ওয়েলিংটনে ক্যান্টনমেন্টেই যাচ্ছিলেন।

2:52 PM IST:

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রওয়াতের স্ত্রী মধুলিকা রওয়াত। হাসপাতালে যখন তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

2:50 PM IST:

দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সিডিএস বিপিন রওয়াতকে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের হাসপাতালে পৌঁছতে নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। 

 

এমআই ১৭-র মতো অত্যাধুনিক হেলিকপ্টার ভেঙে পড়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দুর্ঘটনা কারণ নিয়ে একাধিক দাবি সামনেও এসেছে। তবে, মনে করা হচ্ছে কোনওভাবে হয়তো হেলিকপ্টারের সামনে মেঘ অথবা কুয়াশা চলে এসেছিল। যার জেরে এই দুর্ঘটনা বলেও অনেক প্রাক্তন বায়ুসেনা কর্মী দাবি করছেন।