- Home
- India News
- DA Hike: দোলের আগেই মিলবে সুখবর, ফের বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ, বাড়বে কত শতাংশ?
DA Hike: দোলের আগেই মিলবে সুখবর, ফের বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ, বাড়বে কত শতাংশ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আবার বাড়তে চলেছে। অষ্টম পে কমিশনের আগে দোলের মধ্যেই এই ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। ডিএ ৩-৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যার ফলে বেতন ও পেনশন দুই-ই বাড়বে।

ফের ডিএ নিয়ে খবরে এল কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানুয়ারি থেকে মিলছে বাড়তি বেতন।
এবার ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। অষ্টম পে কমিশনের আগে ফের বাড়বে ডিএ।
জানা যাচ্ছে, দোলের আগেই হবে ঘোষণা। ফের বাড়বে ডিএ।
আবার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে বলে খবর।
৭ তম বেতন কমিশন অনুসারে, জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দু বার করে ডিএ এবং ডিআর বৃদ্ধি হয়।
এর ফলে বেতন যেমন বৃদ্ধি পায় তেমনই বাড়ে পেনশনও। এবার ফের বাড়বে বেতন।
হোলির মধ্যে আবার ঘোষণা হবে ডিএ-র। এই ডিএ বৃদ্ধি পায় AICPI সূচকের ওপর নির্ভর করে।
ডিসেম্বরের পরিসংখ্যান এখনও প্রকাশ পায়নি। আশা করা যাচ্ছে, হোলির মধ্যে ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৬ বা ৫৭ শতাংশ হতে পারে।
এখন প্রশ্ন হল ডিএ বৃদ্ধি পেলে কত টাকা বেতম বাড়বে কর্মীদের? হিসেব বলছে ১৮০০০ টাকা বেসিক বলে যদি ৩ শতাংশ ডিএ বাড়ে তাহলে মাসে ৫৪০ টাকা বৃদ্ধি পাবে বেতন।
যাদের বেতন ২.৫০ লক্ষ টাকা। তাদের ডিএ বেতন আরও ৭৫০০ টাকা বাড়বে। তেমনই পেনশন ২৭০ টাকা থেকে ৩৭৫০ টাকা বৃদ্ধি পাবে।