- Home
- India News
- এবার থেকে সপ্তাহে মোটে চারদিন করতে হবে অফিস! টানা তিন দিন থাকবে ছুটি, নতুন শ্রম আইন লাগু করতে চলেছে কেন্দ্র
এবার থেকে সপ্তাহে মোটে চারদিন করতে হবে অফিস! টানা তিন দিন থাকবে ছুটি, নতুন শ্রম আইন লাগু করতে চলেছে কেন্দ্র
- FB
- TW
- Linkdin
কাজের চাপে মাঝে মধ্যেই দু-একটা করে আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে। কাজ যেভাবে বাড়ছে তাতে কোনঠাসা হয়ে পড়ছে বেসরকারি সংস্থার কর্মীরা। এক্ষেত্রে এবার নতুন নিয়ম আসতে পারে দেশে।
এখন অধিকাংশ অফিসেই ছুটি দুই দিন। সপ্তাহে পাঁচদিন কাজ থাকে। এই নিয়মেই অভ্যস্থ কার্পোরেট সংস্থার কর্মীরা। তবে এবার কাজের পদ্ধতিতে আসছে বিশাল বদল।
এবার পাঁচদিনের বদলে চারদিন অফিস চালু রাখার নিয়ম করতে চলেছে কেন্দ্র। এতে সপ্তাহে মোট তিনদিন ছুটি পাওয়া যাবে।
তবে শুধু কাজের পদ্ধতিতেই নয়, বদল আসতে চলেছে বেতনের ক্ষেত্রেও। বাড়তে চলেছে পিএফ কন্ট্রিবিউশন। তবে এই কারণে কমে যতে পারে হাতে পাওয়া বেতনের পরিমাণ।
ব্রিটেনে ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে এই নিয়ম তবে ওই দেশে বেতন মোটেও কমছে না। এবার ভারতেও লাগু হতে চলেছে এই নিয়ম।
আসতে চলেছে নতুন শ্রম আইন। এই আইন লাগু হলেই এবার থেকে সপ্তাহে পাঁচদিনের বদলে চারদিন অফিস হবে। তবে বেড়ে যাবে ওয়ার্কিং আওয়ার।
৯ ঘণ্টা থেকে বেড়ে গিয়ে কাজের সময় হবে ১২ ঘণ্টা। কর্মীদের ১২ ঘণ্টা কাজ করালেই দিতে হবে সপ্তাহে মোট তিন দিন ছুটি। এই নিয়ম ইতিমধ্যেই যে সমস্ত কোম্পানিতে লাগু হয়েছে সেখানে কমেছে ইস্তফার হার, আর ছুটি নেওয়ার পরিমাণ। কর্মীদের মনোযাগ বাড়ারও প্রবণতা দেখা গিয়েছে।