Modi on Pakistan: পাকিস্তানের সন্ত্রাসবাদের কালো মুখোশ খুলতে এবার বিরোধী দলগুলিকে নিয়ে একজোট হচ্ছে কেন্দ্র সরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Modi on Pakistan: বিশ্ব দরবারে খুলতে হবে পাকিস্তানের মুখোশ। আর এই লক্ষ্যে এবার কংগ্রেস সাংসদ শশী থারুরকে প্রতিনিধি হিসেবে বিদেশ সফরের জন্য নির্বাচিত করল কেন্দ্র (Central Government)। সূত্রের খবর, কংগ্রেস (Congress) নেতা শশী থারুরকে একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে মনোনীত করেছে কেন্দ্র।
জানা গিয়েছে, তার দলের লক্ষণরেখা সতর্কবার্তার জবাব দেওয়ার একদিন পরেই এই মনোনয়ন ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সরকারি সূত্রে খবর, জম্মু কাশ্মীরে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর বিশ্বমঞ্চে পাকিস্তানের আসল রূপ দেখাতে একটি বড় কূটনৈতিক অভিযানের অংশ হিসেবে এই প্রতিনিধি দল আগামী সপ্তাহে বিভিন্ন দেশে সফর করবে।
এই কূটনৈতিক অভিযানে অংশগ্রহণের জন্য সরকার বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার বসেছে। এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলও প্রতিনিধি পাঠানোর জন্য সরকারের পদক্ষেপে সম্মতি প্রকাশ করেছে। তবে এই প্রতিনিধি দলে মোট কতজন নেতা থাকবে সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
সংবাদ সংস্থা 'PTI' সূত্রে খবর, এই প্রতিনিধি দলের আগামী সপ্তাহে ১০ দিনের জন্য বিভিন্ন দেশে সফর করার কথা রয়েছে। প্রতিনিধিদের ২২ থেকে ২৩ মে-র মধ্যে সফর করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে তাদের এই সফরের আগে বিদেশ মন্ত্রকের তরফে প্রতিনিধিদের একটি প্রেস ব্রিফিং দেওয়া হবে। সফরের অন্যান্য তথ্য এবং সময়সূচি বিদেশ মন্ত্রকের তরফে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে থাকবেন- TMC, DMK, BJP, CONGRESS, JDU, NCP, BJP, CPIM এবং অন্যান্য দলের সাংসদরা। শাসক দল বিজেপির পক্ষ থেকে থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ওড়িশার বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি। সূত্রের খবর, কমপক্ষে চারজন কংগ্রেস সাংসদ- শশী থারুর, মণীশ তিওয়ারি, সালমান খুরশিদ এবং অমর সিং। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, ডিএমকে থেকে কে.কানিমোঝি এই প্রতিনিধি দলের সদস্য হচ্ছেন।
আরও জানা গিয়েছে, ভারত সরকারের তরফে সরকারি ভাবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বিষয়টি নিয়ে কংগ্রেস সাংসদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এই সর্বদলীয় উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ জোরালো করে তুলতে কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার।
অন্যদিকে, ভারতের অপারেশন সিঁদুরের পর রাত আড়াইটের সময়ই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। একটি অনুষ্ঠানে গিয়ে এমন দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সেই সময় তাদের মধ্যে কী কথা হয়েছিল? তাও প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। রাখঢাক না করেই শেরিফ নাকি বলেছিলেন সেই রাত ছিল 'ভয়ঙ্কর'। তেমনই জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন।
গত ৬ ও ৭ মে-র মাঝ রাতে ভারত অপারেশন সিঁদুর করেছিল। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতেই ছিল অভিযান। ভারত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা হয় একের পর এক জঙ্গিঘাঁটি। ভারতের মাত্র ২৩ মিনিটের এই হামলায় তছনছ হয়ে যায় পকিস্তানের একের পর এক জঙ্গিঘাঁটি।
মাত্র ২৩ মিনিটেই ঘুম উড়ে যায় শরিফ আর আসিম মুনিরের। শরিফ জানিয়েছেন রাত ২.৩০ মিনিটেই ফোন আসে আসিম মুনিরের। ভারতের হামলার কথা জানান সেনা প্রধান। সেই সময়ই মুনির কী বলেছিলেন তাও জানিয়েছেন প্রধানমমন্ত্রী। শরিফের কথা অনুযায়ী, মুনির বলেছিলেন, 'মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে পাকিস্তানের দিকে। আমাকেও পাল্টা হামলার অনুমতি দিন।' ফোনেই সেনা প্রধানমন্ত্রী পাল্টা হামলার অনুমতি দিয়েছিলেন বলেও দাাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


