- Home
- India News
- দুর্দান্ত ঘোষণা! বছরে ২ বার মিলবে এই বিশেষ ভাতা, কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ২০ হাজারেরও বেশি
দুর্দান্ত ঘোষণা! বছরে ২ বার মিলবে এই বিশেষ ভাতা, কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ২০ হাজারেরও বেশি
বাংলা নববর্ষের আগে কেন্দ্রীয় সরকারের ঘোষণায় খুশির হাওয়া কর্মীদের মধ্যে। বছরে দুবার ইউনিফর্ম ভাতা পাবেন কর্মীরা। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী।

বাংলা নববর্ষের আগে দুর্দান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। যে কারণে খুশির হাওয়া কর্মীদের মধ্যে।
ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করল সরকার। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।
এবার থেকে ইউনিফর্ম ভাতা বছরে একবার নয় দুবার করে পাবেন কর্মীরা। এই সিদ্ধান্তে উপকৃত হলেন লক্ষ লক্ষ কর্মচারী।
২৪ মার্চ ২০২৫ থেকে জারি করা হয়েছে এই সার্কুলার। এতে ইউনিফর্ম ভাতা এখন আনুপাতিক হারে বিতরণ করা হবে। যে কর্মী জুলাই-এ কাজে যোগ দিয়েছে তারা চাকরির মেয়াদ অনুসারে ভাতা পাবেন।
নতুন সিস্টেমে ভাতার পরিমাণ নির্ধারণের জন্য একটি সূত্র প্রকাশ করা হয়েছে।
পোশাকের ভাতা/ ১২ x মাসের সংখ্যা (যোগদানের মাস থেকে পরবর্তী জুন মাস পর্যন্ত)
যদি কোনও কর্মী অগস্টে যোগ দেন এবং বার্ষিক ভাতা ২০ হাজার টাকা হয়, তাহসে প্রথম বছরে ২০, ০০০/১২ x ১১ = ১৮.৩০০ টাকা পাবেন।
এই সিদ্ধান্ত দ্বারা উপকৃত হবেন সেনাবাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনীর কর্মচারীরা বছরে ২০ হাজার টাকা ইউনিফর্ম ভাতা পান।
পোশাক ছাড়াও জুতো ভাতা, কিট রক্ষণাবেক্ষণ ভাতা এবং প্রাথমিক সরঞ্জাম ভাতা পেয়ে থাকেন।
জানা গিয়েছে, ৭ বছর পর সরকার এই প্রো রাটা পেমেন্ট সিস্টেম চালু করেছেন। এই ভাতা বিতরণে স্বচ্ছতা আনা হবে বলে জানা গিয়েছে।

