- Home
- India News
- 8th Pay Commission: কবে গঠিত হবে অষ্টম পে কমিশনের প্যানেল? কার্যকর হতে কত সময় লাগবে? নীরবতা ভাঙল কেন্দ্র
8th Pay Commission: কবে গঠিত হবে অষ্টম পে কমিশনের প্যানেল? কার্যকর হতে কত সময় লাগবে? নীরবতা ভাঙল কেন্দ্র
অষ্টম বেতন কমিশন ঘোষণার পরেও প্যানেল গঠন না হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। কেন্দ্র সরকার জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় এবং রাজ্যগুলির মতামত সংগ্রহের পর প্যানেল গঠন করা হবে। ২০২৫ সালের শেষ নাগাদ কমিশনের চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশন। কিন্তু এখনও পর্যন্ত গঠিত হয়নি প্যানেল। এই নিয়ে নানান মহলে উঠেছে প্রশ্ন।
অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার আগে বিশেষ দল গঠন করতে হবে সরকারের পক্ষ থেকে। যাদের পেশ করা রিপোর্টের ওপর ভিত্তি করে গঠিত হবে কর্মচারীদের নতুন বেতন স্কেল।
তবে এখনও গঠন হয়নি প্যানেল। প্রকাশ্যে আসেনি প্যানেল গঠনের বিজ্ঞপ্তি। এবার এই নিয়ে নীরবতা ভাঙল কেন্দ্র। জানা গেল কেন গঠিত হয়নি অষ্টম পে কমিশনের প্যানেল।
লোকসভায়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদ সদস্য টিআর বালু এবং আনন্দ ভাদৌড়িয়ার উত্থাপিত প্রশ্নের উত্তর দেন। কমিশন ঘোষণার ছয় মাস পরেও অষ্টম পে কমিশন প্যানেল গঠন না করার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। তমিলল তারই উত্তর।
এ প্রসঙ্গে পঙ্কজ চৌধুরী বলেন, সরকার অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এবং রাজ্যগুলো-সহ প্রধান অংশীদারদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার কর্তৃত অষ্টম সিপিসি অবহিত হওয়ার পরে ৮ম সিপিসির চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ করা হবে।
এরই সঙ্গে জানানো হয়েছে যে, সকলে আশা করছেন ২০২৫ সালের শেষ নাগাদ কমিশনের চেয়ারপারসন এবং অন্যান্য সদস্য নিয়োগ করা হবে।
সব মিলিয়ে অষ্টম পে কমিশনের দিকে তাকিয়ে দেশের সমস্ত সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। এবার কত শতাংশ বেতন বাড়তে পারে তা নিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন মন্তব্য।
অনেকেরই দাবি এবার ন্যূনতম বেতন হবে ৫০ হাজারের বেশি। তেমনই ন্যূনতম পেনশন হবে প্রায় ২০ হাজার। তবে, এই নিয়ে মেলেনি কোনও নিশ্চিত খবর।
আপাতত কবে অষ্টম পে কমিশনের প্যানেল গঠিত হয় তা নিয়ে প্রশ্ন সকলের মনে। নতুন বেতন কমিশন গঠিত হলে প্রায় ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

