Chandrayaan 3: সফল উৎক্ষেপণ চন্দ্রযান ৩-এর , মহাকাশে ইতিহাস তৈরি করল ভারত

দুপুর ২টো ৩৫এ মহাকাশ যাত্রা শুরু করল চন্দ্রযান ৩। ভারতের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা । গোটা দেশের কাছেই গর্বের দিন ।

/ Updated: Jul 14 2023, 04:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে সফল উৎক্ষেপণ চন্দ্রযান-৩এর। ভারতের চন্দ্র-অভিযান আজ আরও একবার নতুন মাত্রা পেল। চন্দ্রযান-৩ যাত্রা শুরু করার নির্ঘারিত সময় ছিল দুপুর ২টো ৩৫। এদিন শ্রীহরিকোটায় প্রচুর মানুষ ঐতিহাসের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন। ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি মুন- মিশনেরও প্রধান। LVM3 মহাকাশ যান নির্ঘারিত কক্ষপথে প্রবেশ করেছে। এই অভিযানের সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি মানুষই সাফল্য চাইছে। কারণ এই মিশন যগদি সফল হয় তাহলে ভারতের মহাকাশ গবেষণা অনেকটাই এগিয়ে যাবে।