সংক্ষিপ্ত

মাঝ আকাশ থেকে চন্দ্রযানের ভিডিও ক্যাপচার করেছেন এক বিমান যাত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

 

চন্দ্রযান ৩ নিয়ে গোটা দেশেই শুক্রবার তুমুল উদ্দীপনা ছিল। ইসরোর মিশনের সাফল্য কামনা করেছে সকলেই। নির্ধারিত সময় শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান ৩। তবে মাঝ আকাশ থেকে চন্দ্রযানের ভিডিও ক্যাপচার করেছেন এক বিমান যাত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

দ্যা চেন্নাই কিস নামে টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেযার করেছেন। তিনি একটি মজাদার ক্যাপশনও দিয়েছেন। বলেছেন, 'যখন যখন অ্যাভিয়েশন মিলিত হয় অ্যাস্ট্রোনমির সঙ্গে।' তিনি নিজেকে বিমান যাত্রী হিসেবেই পরিচয় দিয়ে বলেছেন, ইন্ডিগোর চেন্নাই - ঢাকা বিমান থেকেই চন্দ্রযানের ছবি ধরা পড়েছে। মালিকের কাছে এই ভিডিওটি মূল্যবান বলেও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

 

 

চন্দ্রযান ৩র সফল উৎক্ষেপণ ইসরোর সঙ্গে ভারতে বিশেষ সম্মান দিয়েছে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে ভারত হবে চতুর্থ দেশ যাদের মহাকাশ যান চাঁদের মাটি স্পর্শ করবে। চন্দ্রযান -৩এর ল্যান্ডারের নাম বিক্রম আর রোভারের নাম প্রজ্ঞান। ৪০ দিন পরে আগামী ২৩ অগস্টের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। LVM3 মহাকাশ যান নির্ঘারিত কক্ষপথে প্রবেশ করেছে।

চন্দ্রযান ৩ মিশনের কাউন্টডাউন শুরু -

জাতীয় মহাকাশ সংস্থা টুইট করে আগেই জানিয়েছিল মিশনটি সফলভাবে পরিচালনা করার জন্য যা যা পরীক্ষার প্রয়োজন ছিল সব কিছুই করা হয়েছে। লঞ্চ ভেইকেল মার্ক ৩ থেকে উৎক্ষেপন করবে। এটি একখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় রকেট। ইসরোর মতে প্রোপেলন্টা মডিউল ল্যান্ডার ও রোভারকে ১০০ কিলোমিটার পর্যন্ত চন্দ্র কক্ষপথে নিয়ে যাবে। এতে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর মেরু পরিমাম করার জন্য একটি স্পেকট্রো পোলারিমেট্রি পোলেডও যুক্ত করা হয়েছে। পৃথীবী থেকে প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া যাবে চন্দ্রযান ৩কে।

২০১৯ সালেও ভারত চন্দ্রযান ২ পাঠিয়েছিল। কিন্তু সেবার চন্দ্রযান ২ চাঁদের মাটি স্পর্শ করতে ব্যার্থ হয়। চাঁদে অবতরণের আগেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অতীতের ভুলত্রুটি এবার শুধরে নেওয়ার চেষ্টা করেছে ভারত। আগের অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করছে। তাই এবার ভারত কোনও অরবিটর পাঠাচ্ছে না। আগের বারের অরবিটরটির সাহায্য নেবে ল্যান্ডার আর রোভার।