২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মরণীয় মুহূর্ত, দেখুন না-দেখা ছবিগুলি
- FB
- TW
- Linkdin
কার্গিলের পথে প্রধানমন্ত্রী মোদী
প্রত্যেকবারই জওয়ানদের সঙ্গে দীপাবলির বিশেষ দিনটি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি গিয়েছিলেন কার্গিলে। যাওয়ার পথে ক্যাপ্টরেই তোলা হয়েছে তাঁর এই ছবিটি।
কেরাদনাথে মোদী
উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে গিয়েছিলেন মোদী। স্থানীয় পোশাক করে মন্দির পরিক্রমা করেন। রীতি মেনে পুজো দেন।
আইএনএস বিক্রান্তে প্রধানমন্ত্রী মোদি
আইএনএস বিক্রান্তে প্রধানমন্ত্রী মোদি - জাতির নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আইএনএস বিক্রান্ত। সেই যুদ্ধ জাহাজের কেবিনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বার্লিনে মোদী
বার্লিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় ভারতীয় শিল্পীদের সঙ্গে দেখা দিয়েছিল তাঁকে। তাদের থেকে নেওয়া বাদ্যযন্ত্রও বাজিয়েছিলেন
মোদী-সদগুরু আলোচনা
প্রধানমন্ত্রী মোদী এবং সদগুরু ‘সেভ সয়েল’ প্রোগ্রামের সামনে একটি হালকা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।
অন্য মেজাজে মোদী
গুজরাটের একজন চিত্রশিল্পীর কাছ থেকে তার মায়ের প্রতিকৃতি গ্রহণ করতে প্রধানমন্ত্রী মোদী তার কনভয়কে থামিয়ে দিয়েছেন।
কুনো পার্কে মোদী
কুনো ন্যাশনাল পার্কে চিতা মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর খোলামেলা কথোপকথন। দীর্ঘক্ষণ তিনি এঁদের সঙ্গে কথা বলেন। তাদের কাজের ধরন ও সমস্যা নিয়ে আলোচনা করেন।
মা ও ছেলে
জন্মদিনে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মা হীরাবেন।সময় পেলেই তিনি হীরাবেনের সঙ্গে দেখা করতে গুজরাট যেতেন। মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে আসতেন।
লক্ষ্য স্বচ্ছ ভারত
প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে একটি টানেল পরিদর্শন করার সময় আবর্জনা তুলে উদাহরণ স্থাপন করেছেন। স্বচ্ছ ভারত প্রকল্প তাঁর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি।
প্রবাসীদের সঙ্গে মোদী
বিদেশ সফরে তিনি অবশ্যই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন। কথা বলেন তাদের সঙ্গে। তেমনই একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
বন্দুক হাতে মোদী
দীপাবলিতে জওয়ানদের সাথে দেখা করার জন্য প্রধানমন্ত্রী মোদী কার্গিলে গিয়েছিলেন। সেই সময়ই রাইফেল পরিদর্শন ছবি ক্যাপচার করা হয়েছিল।
কাজে মগ্ন মোদী
বিমানের মধ্যেই কাজে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেজেট হাতে ব্যস্ত তিনি। নিজেই জানিয়েছেন তিনি ১৮ ঘণ্টা কাজ করেন।
ড্রোন উড়িছেন মোদী
নতুন ভারতের আকাঙ্খা ড্রোন। একাধিক কাজে এর গুরুত্ব বাড়ছে। প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারি বাসভবনে ড্রোন উড়িয়েছেন।
ঐতিহাসিক মুহূর্ত
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতের G20 প্রেসিডেন্সির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ব্যাটন তুলে দিয়েছেন। আন্তর্জাতিক স্তরে ভারতের সুনাম যাতে বৃদ্ধি পায় তার প্রচেষ্টা শুরু হয়েছে কেন্দ্রীয় স্তরে।
মেট্রো সফরে মোদী
ভারতীয় রেলের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ করেছেন মোদী। তাঁরই নেতৃত্বে চালু হয়েছে বন্দে ভারত এক্সেপ্রেস। ২৪টি শহরে চলছে মেট্রো। বুলেট ট্রেনের স্বপ্নও দেখিয়েছেন ভারতবাসীকে।
ভক্ত মোদী
শ্রী আদি শঙ্কর জন্মভূমি ক্ষেত্রেরমে প্রধানমন্ত্রী মোদী। গোটা এলাকা ঘুরে দেখেন আশ্রমবাসীদের সঙ্গে।
স্বাগত নতুনকে
নাগপুর মেট্রোতে এক নবজাতক শিশুকে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী মোদি। কোলে তুলে নেন দুধের শিশুকে।
বিদায় বেলায়
রাষ্ট্রপতির দেহরক্ষীর ঘোড়া বিরাটকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী মোদী।
চায়ে পে চর্চা
নিজের ভোট কেন্দ্র বারাণসীতে স্থানীয়দের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী। সেখানেও চায়ে পে চর্চার আসর বসিয়ে ছিলেন।
গুজরাটের ভোট প্রচারে মোদী
গুজরাটের ভোট প্রচারে মোদী
নিজের রাজ্য গুজরাটে ভোট প্রচারে দিন রাত এক করেছিলেন তিনি। তারই একটি ঝলক। একাধিক রোডশো ও জনসভা করেন তিনি। তাঁরই নেতৃত্বে রেকর্ডভাঙা জয় পায় বিজেপি।