Mayday Fuel: আমেদাবাদে (Ahmedabad) এয়ার ইন্ডিয়ার (Air India) লন্ডনগামী উড়ানের দুর্ঘটনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি উড়ানে বিভ্রাট, সমস্যা দেখা গিয়েছে। ফের এক উড়ান মাঝ আকাশে সমস্যায় পড়ল।
Guwahati-Chennai IndiGo flight: যে কোনও উড়ানে সবচেয়ে আতঙ্কজনক শব্দ হল 'মেডে'। আমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়া (Air India flight AI-171) উড়ান ভেঙে পড়ার ঠিক এই শব্দই বলেছিলেন পাইলট। এবার গুয়াহাটি (Guwahati) থেকে চেন্নাইগামী (Chennai) ইন্ডিগো (IndiGo flight) উড়ানের পাইলট একই শব্দ উচ্চারণ করলেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে নির্দিষ্ট সময়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয় ৬ই৬৭৬৪ উড়ান। রাত ৮টা বেজে ১১ মিনিটে পাইলট ঘোষণা করেন 'ফুয়েল মেডে'। বেঙ্গালুরু বিমানবন্দরের (Kempegowda International Airport Bengaluru) এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (Air Traffic Control) এই বার্তা দেন ইন্ডিগো উড়ানের পাইলট। সেই সময় চেন্নাই বিমানবন্দরে নামার অনুমতিও পাননি পাইলট। কারণ, চেন্নাই বিমানবন্দরে ব্যস্ততা ছিল। এই সময় জরুরি ভিত্তিতে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে এই উড়ান। এর ফলে কোনও বিপত্তি হয়নি। বেঙ্গালুরু বিমানবন্দরে জ্বালানি ভরে ফের চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয় এই বিমান।
জ্বালানি শেষ হয়ে যাওয়ায় উড়ানে বিলম্ব
জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টা বেজে ১৫ মিনিটে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে ইন্ডিগোর উড়ান। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁদের বিমানবন্দরে বসিয়ে খাবার দেওয়া হয়। এরই মধ্যে বিমানে নতুন করে জ্বালানি ভরা হয়। এরপর রাত ১০টা বেজে ২৪ মিনিটে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয় এই উড়ান। এরপর আর কোনও সমস্যা হয়নি। স্বাভাবিকভাবে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে এই বিমান।
শুক্রবারও ইন্ডিগোর উড়ানে বিভ্রাট
বৃহস্পতিবার রাতে বিমানের জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর শুক্রবার সকালে ফের ইন্ডিগোর উড়ানে বিভ্রাট দেখা যায়। এবারও ঘটনাস্থল সেই চেন্নাই। শুক্রবার সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে মাদুরাইয়ের (Madurai) উদ্দেশে রওনা হওয়ার ৩০ মিনিট পর চেন্নাইয়ে ফিরতে বাধ্য হয় উড়ান। কারণ, বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। এই উড়ানে ৬০ জন যাত্রী ছিলেন। বারবার বিমানে এই বিভ্রাটের বিষয়ে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (Directorate General of Civil Aviation) অবগত করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


