
Indigo Flight Update : অঘটনের পর অঘটন! এবার ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক! চলল গোটা বিমানে তল্লাশি
Indigo Flight Update : কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে বোমাতঙ্ক। সূত্রের খবর, হুমকির পরপরই বিমানটিকে নিরাপত্তার স্বার্থে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে নিরাপত্তা সংস্থাগুলি। সেনা মোতায়েন করা হয় নাগপুর বিমানবন্দরে। যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষা নিশ্চিত করে শুরু হয় বিস্তৃত তল্লাশি অভিযান। বিমানবন্দর চত্বরও ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।