রাজস্থানের হাই রোডের ওপরে তরুণ-তরুণীকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছেন পুলিশ কর্তারাও। 

প্রেমে মজে প্রেমিক- যুগল অবাক করার মতো ঘটনা ঘটাবেন, এমন নজির তো সারা বিশ্ব জুড়ে রয়েছে ভুরি ভুরি। ভারতে প্রেমিক প্রেমিকাদের প্রেমের মাঝে পুলিশ এসে দাঁড়াবে কাবাবের হাড্ডির মতো, এমন নজিরও কম নেই। কিন্তু, তাই বলে সারা রাস্তার মানুষকে বিপদের মুখে ফেলে মুখময় আবির মেখে ‘খুল্লম-খুল্লা’ প্রেমের ফোয়ারা ছোটাবেন তরুণ -তরুণী, এ দৃশ্য দেখে স্বভাবতই অবাক হচ্ছে নেট দুনিয়া।

হোলির উৎসবের দিন এমনই তাজ্জব করার মতো ঘটনাটি ঘটেছে রাজস্থানে। এই রাজ্যের জয়পুর স্ট্রিটের বি টু বাইপাসের একটি চলন্ত বাইকের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটিতে দেখা গেছে যে, চলন্ত রয়্যাল এনফিল্ড বাইকটি চালাচ্ছেন এক তরুণ। তাঁর কোলের ওপর একেবারে হাত-পা দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বসে আছেন এক তরুণী, তাঁর মুখে ও মাথায় আবির মাখা। তরুণ ও তরুণী, দুজনেরই মাথায় হেলমেট দেখা যায়নি। হাই রোডের ওপর এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তাঁদের ক্যামেরাবন্দি করেন পেছনের গাড়ির সওয়ারিরা।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই খোঁজ শুরু করে দেয় রাজস্থানের পুলিশ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে এবং ভিডিও-তে প্রকাশ হওয়া রয়্যাল এনফিল্ড বাইকটির নম্বর দেখে ওই যুগলকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই যুবক এবং যুবতী আসলে ছত্তিসগড়ের বাসিন্দা। তাঁরাই হোলির দিন স্টান্ট দেখানোর ঝোঁকে চলন্ত বাইকে ওই কাণ্ড ঘটিয়েছিলেন। খুঁজে পাওয়া গেলে দুজনের ওপরেই সড়ক নিরাপত্তা সংক্রান্ত আইনের ধারায় অভিযোগ দায়ের করা হবে।

Scroll to load tweet…

আরও পড়ুন-

‘আপনার স্বামী বেঁচে আছেন, অথচ আপনি টিপ পরেননি?’ নারী দিবসে বিজেপি সাংসদের ধমক দেখে হতবাক নেট দুনিয়া
তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিজেপির বনি সেনগুপ্ত, এ প্রসঙ্গে কী বলছেন শুভেন্দু অধিকারী?
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ‘ফলোয়ার’ বাড়াতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা, এ কী করে ফেলল মুম্বইয়ের কিশোরী!