সুখ টানে এবার সুখ উধাও! নির্মলার ২টি বিলে সিগারেট-পান মশলার দাম আকাশ ছুঁতে পারে
সোমবার লোকসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তামাক ও তামাকজাত পণ্য নিয়ে দুটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সুখ টান থেকে সুখ উধাও!
এবার সুখটান থেকে সুখ উধাও হতে চলেছে। শুধু তাই নয়, সিগারেটের সঙ্গে বাড়তে পারে পানমশলার দামও। সোমবার লোকসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তামাক ও তামাকজাত পণ্য নিয়ে দুটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
দাম দ্বিগুণ
লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে দুটি বিল পেশ করেছে তাতেই তামাক ও তামাকজাত পণ্যের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষতি হয় এমন পণ্যের ওপর এতদিন জিএসটি ক্ষতিপুরণ সংক্রান্ত সেস চালু ছিল। নতুন দুটি বিল পেশ হওয়ায় সেই সেসের বিলোপ হবে। তামাক ও তামাকজাত পণ্যের ওপ অন্তঃশুল্ক জারি হতে পারে।
সিগারেটের দাম
ওয়াকিবহাল মহলের ধারনা নতুন বিলদুটি যদি আইনে পরিণত হয় তাহলে বর্তমানে এক প্যাকেট সিগারেটের যা দাম তার অর্ধের দামে পাওয়া যাবে মাত্র একটি সিগারেট। বর্তমানে সিগারেট, চুরুট, হুকা, খইনি, জর্দার মত পণ্যের ওপর ৪০ শতাংশ জিএসটি বসে।
।নতুন বিল
সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫ কার্যকর হলে তা উঠে যাবে। হেল্থ সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি সেস বিল, ২০২৫ নির্দিষ্ট করে পান মশলার উপর অন্তঃশুল্ক বসানোর লক্ষ্যে আনা হয়েছে
বিলে প্রস্তাব
বিলের প্রস্তাবে রয়েছে, ৬৫ মিলিমিটার ফিল্টার দেওয়া সিগারেটে প্রতি হাজার পিসে শুল্ক ৪৪০ থেকে বেড়ে হবে ৩ হাজার টাকা। বৃদ্ধির হার ৫৮২ শতাংশ। সিগারেটের দৈর্ঘ্য ৬৫-৭০ মিলিমিটার হলে, প্রতি হাজার পিসে শুল্ক হবে ৫ হাজার ২০০ টাকা। ৭০ থেকে ৭৫ মিলিমিটারের ফিল্টার সিগারেটের শুল্ক ৫৪৫ থেকে বাড়তে পারে প্রতি হাজারে ৭ হাজার ৫০০ টাকা। বৃদ্ধির হার ১ হাজার ১৮৪ শতাংশ। সিগার, চুরুট ও খইনি-জর্দায় ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আনা হয়েছে বিলে। এছাড়াও কাঁচা তামাকে ৬০-৭০ শতাংশ লেভি বসবে। নিকোটিন ও ধূমপানের পণ্যে তা ১০০ শতাংশ। পান মশলা ক্ষেত্রে মেশিনের উৎপাদন ক্ষমতা অনুযায়ী কর বসবে।
