ওয়ার্ডরোব ম্যালফাংশনের শিকার হলেন ভারতের প্রধান বিচারপতি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও
ঘটানটি ঘটেছে বুধবার
এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন বিচারপতি বোবদে
প্রধান বিচারপতি হিসাবে একেবারে প্রথমদিন থেকেই ব্যতিক্রমী শরদ অরবিন্দ বোবদে। স্বল্প মেয়াদের মধ্যেই কখনও বুলেট বাইকে চড়তে দেখা গিয়েছে তাঁকে, আবার বিভিন্ন মামলার রায় দানে তাঁর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার এক বিরল মুহূর্তে ধরা পড়লেন তিনি। প্রকাশ্যেই পড়তে হল চরম অস্বস্তিতে।
বৃহস্পতিবার সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রধান বিচারপতি এসএ বোবদে-র একটি ভিডিও ক্লিপ। ৩০ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপটি বুধবারের। এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান বিচারপতি। সেই সময় আচমকাই তাঁর পরণের প্যান্টটি নেমে যায়। বক্তৃতা দিতে দিতেই প্যান্ট সামলাতে কিছুটা নিচু হন বিচারপতি বোবদে। তারপর টেনে তুলে ঠিকঠাক করে নেন।
A very rare moment of judiciary caught with its pants down.pic.twitter.com/D62z4eGrWj
— Veer Sorry Worker (@VeeryaSorry) December 24, 2020
নিঃসন্দেহে প্রধান বিচারপতির মতো একজন বড় মাপের মানুষের পক্ষে পরিস্থিতিটি অত্য়ন্ত অস্বস্তিকর। তবে, বিচারপতি বোবদে কিন্তু এক মুহূর্তের জন্যও অস্বস্তি প্রকাশ করেননি। দারুণ দক্ষতায় ওই অবস্থাতেই তাঁর বক্তৃতা চালিয়ে যান।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 24, 2020, 5:54 PM IST