সংক্ষিপ্ত

স্কুলের ভেতরে ক্লাসরুম সংলগ্ন একটি ঘরে নবম শ্রেণীর ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করল শিক্ষক। ঝাড়খণ্ডের স্কুলের ঘটনায় প্রশ্নের মুখে গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থা। 

মেয়েদের প্রতি সহিংস মনোভাব থেকে বাদ যান না স্কুলের শিক্ষকরাও, একবিংশ শতাব্দীতে এসেও আদিবাসী রাজ্যে নারীদের নিরাপত্তা এখনও প্রশ্নের মুখে। স্কুলের ভেতরে ক্লাসরুম সংলগ্ন ঘরে ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করল এক শিক্ষক। ঝাড়খণ্ডের স্কুলের ঘটনায় লজ্জায় মাথা হেঁট স্কুল কর্তৃপক্ষের। ১৪ সেপ্টেম্বর শুক্রবার ঘটনাটি ঘটেছে জামশেদপুরের একটি বিদ্যালয়ে। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ওই বিদ্যালয়ে নবম শ্রেণীর পরীক্ষা চলছিল। সেসময়ে উক্ত ছাত্রীর ক্লাসে গার্ড দিচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক। সব ছাত্রী পরীক্ষা দেওয়ার সময়ে ওই বিশেষ ছাত্রীকে দেখে তাঁর মনে হয়েছিল যে, ওই ছাত্রী চিরকুটে লিখে আনা উত্তর দেখে দেখে পরীক্ষা দিচ্ছে এবং সেই চিরকুটটি লোকানো রয়েছে ছাত্রীর জামার ভিতরে। 

ছাত্রীর অভিযোগ, এই সন্দেহের কথা বলেই তাকে ক্লাসরুম সংলগ্ন একটি ঘরে ডেকে পাঠায় ওই শিক্ষক। সেখানে নিয়ে গিয়ে তাকে চূড়ান্ত অপমান করা হয় এবং সে সত্যিই টুকলি করার কাগজ লুকিয়ে রেখেছে কিনা, তা দেখতে তার জামাকাপড় খুলতে বাধ্য করা হয়। পুলিশকে দেওয়া বয়ানে নাবালিকা জানিয়েছে, বার বার সে শিক্ষককে বলেছিল যে, সে পরীক্ষায় নকল করেনি। কিন্তু তা সত্ত্বেও তাকে অনাবৃত হতে বাধ্য করেছে অভিযুক্ত ব্যক্তি। বার বার বাধা দিলেও তার কোনও কথাই ওই শিক্ষক কানে তোলেননি বলে অভিযোগ। যদিও এই হেনস্থার মাঝে তার কাছ থেকে আদৌ কোনও টুকলির কাগজ পাওয়া গিয়েছে কি না, তা জানা যায়নি। 

ছাত্রীর মা জানিয়েছেন, এই ঘটনার পরেই স্কুল থেকে বাড়িতে ফিরে এসে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় তাঁর মেয়ে। শিক্ষকের অপমানের জেরেই ছাত্রীটি আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি তাঁর। 

হেনস্থাকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টিতে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আত্মহত্যার চেষ্টা রুখে দিয়ে সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে, বর্তমানে ওই ছাত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সর্বক্ষণ কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 

আরও পড়ুন-
দাদা-র বিরুদ্ধে কেউ একটা কথাও বলেনি: সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্পষ্ট বক্তব্য বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষের
ছলছলে রক্তবর্ণ চোখ! কুণাল, রাজীবের পোস্ট করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসাকালীন ছবি দেখে তোলপাড় নেট দুনিয়া
শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? এবার মানিক-ঘনিষ্ঠের সেন্টারে ইডি অভিযান