সংক্ষিপ্ত
প্রায়শই, নিরাপত্তা কর্মীরা যাত্রীদের জুতো, মোজা, গ্লাভস, ইত্যাদি নিরাপত্তা পরীক্ষার জন্য খুলে দেখাতে বলে থাকেন। তবে, বেঙ্গালুরু বিমানবন্দরের এই ঘটনা অত্যন্ত বিব্রতকর বলে মনে করছেন অধিকাংশ যাত্রীরাই।
নিরাপত্তা সংক্রান্ত চেক আপের কারণে জোর করে তরুণীকে পোশাক খোলালেন নিরাপত্তারক্ষীরা। চাঞ্চল্যকর অভিযোগ উঠল বেঙ্গালুরুর কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তরুণী। তাঁর টুইট দেখার পর তৎপর হয়ে উঠল বিমানবন্দর কর্তৃপক্ষ।
অভিযোগকারী তরুণীর নাম কৃষাণী গাধবী। সম্প্রতি তিনি একটি টুইট করে লিখেছেন, বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের তল্লাশির সময় তাঁকে শার্ট খুলতে বলা হয়। ফলে বেশ কিছু ক্ষণ তাঁকে শুধুমাত্র ক্যামিসোল (অন্তর্বাস) পরে দাঁড়িয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন। সেসময় বিমানবন্দরে উপস্থিত অন্যান্য লোকজন তাঁর দিকে যে দৃষ্টিতে তাকাচ্ছিলেন, তা অত্যন্ত বিব্রতকর বলে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন হেনস্থা হওয়া তরুণী। তবে নিজের টুইটার অ্যাকাউন্টটি ওই টুইটের পর সরিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্টগুলি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) দ্বারা চালিত হয়ে থাকে এবং কেন্দ্রীয় কর্মীরাই এর সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করেন। কৃষাণী গাধভি, যিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেকে ‘সংগীতশিল্পী’ হিসাবে চিহ্নিত করেছেন, তিনি এই লজ্জাজনক ঘটনার পর টুইটারে লিখেছেন, "নিরাপত্তা চেক করার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে আমাকে আমার শার্ট খুলে ফেলতে বলা হয়। নিরাপত্তা চেকপয়েন্টে কেবল একটি ক্যামিসোল পরে দাঁড়িয়ে থাকা সত্যিই অপমানজনক। একজন নারী হিসেবে আপনি যে ধরনের দৃষ্টি মানুষজনের কাছ থেকে পেতে চান না, আমাকে সেটাই পেতে হয়েছে।”
টুইটে তরুণী প্রশ্ন তোলেন, ‘‘কেন একজন মহিলাকে নিরাপত্তার জন্য বিমানবন্দরে পোশাক খুলতে হবে?’’
তাঁর টুইটের জবাবে দুঃখপ্রকাশ করেন বেঙ্গালুরু বিমানবন্দরের কর্তৃপক্ষ। তাঁদের তরফে ক্ষমা চেয়ে টুইটে বলা হয়, ‘‘আমরা এর জন্য দুঃখিত। এটা হওয়া উচিত ছিল না। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছি। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-কেও বিষয়টি জানিয়েছি।’’ তবে সেই টুইটটিও পরবর্তী কালে মুছে দেওয়া হয়েছে বলে দেখা যায়।
বিমানবন্দরে কড়া নিরাপত্তার দরুন এর আগেও বহুবার অস্বস্তিকর ঘটনা ঘটেছে যাত্রীদের সঙ্গে। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থা করারও অভিযোগও তুলেছেন বহু যাত্রী। প্রায়শই, নিরাপত্তা কর্মীরা যাত্রীদের জুতো, মোজা, গ্লাভস, ইত্যাদি নিরাপত্তা পরীক্ষার জন্য খুলে দেখাতে বলে থাকেন। তবে, বেঙ্গালুরু বিমানবন্দরের এই ঘটনা অত্যন্ত বিব্রতকর বলে মনে করছেন অধিকাংশ যাত্রীই। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা।
আরও পড়ুন-
আজই গঙ্গাসাগর মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক প্রোজেক্টের উদ্বোধন
শহরে বাড়ানো হচ্ছে নজরদারি ক্যামেরা, নতুন বছরে অপরাধ-মুক্ত শহরে গড়তে উদ্যোগী কলকাতা পুলিশ
দমে যাওয়া কর্মীদের সক্রিয় করাই মূল লক্ষ্য: বর্ধমানে বামফ্রন্টের মঞ্চ থেকে সরব প্রকাশ কারাট