সংক্ষিপ্ত

চিঠির ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের বর্তমান ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু। 

মে মাসেই ভারতের আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসিত কেন্দ্র সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে ‘শাস্তি নয়, সরকারের বৃহত্তর পরিকল্পনা এবং নরেন্দ্র মোদীর ভাবনা’ বলে গ্রহণ করেছিলেন রিজিজু। আইন মন্ত্রক থেকে সরিয়ে দিয়ে তাঁকে দেওয়া হয়েছে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বে। এরপরেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর চিঠি পাঠালেন এক কলেজ ছাত্রী।

নিজের হাতে লেখা চিঠিতে ওই ছাত্রী লিখেছেন, ‘আপনাকে বিশাল বড় শুভেচ্ছা জানাই স্যার কিরেন রিজিজু। আপনি ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বে আসীন হয়েছেন।’ সমগ্র অরুণাচল প্রদেশের পক্ষ থেকে শুভেচ্ছা প্রকাশ করে অরুণাচলের ওই ছাত্রী কিরেন রিজিজুকে লিখেছেন, ‘আপনি সারা অরুণাচল প্রদেশের গর্ব। এর পাশাপাশি আপনি সারা দেশেরও গর্ব।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিরেন রিজিজুর দায়িত্ব পালনের প্রশংসা করে তাঁর বক্তব্য, ‘আপনি একজন শক্তিমান এবং গতিশীল নেতা, যিনি অরুণাচল প্রদেশ থেকে সবচেয়ে প্রথমে ভারতের সংসদে প্রতিনিধিত্ব করছেন। আপনি তা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে।”

চিঠির শেষে ওই ছাত্রী নিজের নাম লিখেছেন, ডাঙ্গি রিয়াং। ইটানগরের ডেরা নাটুং সরকারি কলেজের স্নাতক স্তরের পড়ুয়া বলে নিজেকে উল্লেখ করেছেন তিনি। এই চিঠির ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের বর্তমান ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “অরুণাচল প্রদেশের এক তরুণ ছাত্রীর দ্বারা উপস্থাপিত একটি সুন্দর নোট।”

আরও পড়ুন-

জুন মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর
Weather News: আবহাওয়ায় আপাতত স্বস্তি! বৃষ্টির সাথে প্রবল বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রবিবার কমে গেল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট