- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: আবহাওয়ায় আপাতত স্বস্তি! বৃষ্টির সাথে প্রবল বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
Weather News: আবহাওয়ায় আপাতত স্বস্তি! বৃষ্টির সাথে প্রবল বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষা। যার প্রভাবে বেশ অনেকটাই স্বস্তি মিলেছে প্রচণ্ড গরমের হাত থেকে।
গত দুদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবেই অব্যাহত থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মায়ানমার উপকূলে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে বর্ষা পুরোপুরি প্রবেশ করার আগেই বৃষ্টি শুরু হয়েছে।
নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই আগামী ২-৩ দিন ধরে দিনের তাপমাত্রায় ২-৩ ডিগ্রি পারদপতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।
বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে। তার পাশাপাশি গাঙ্গেয় উপকূলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ব্যাপক ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গেও প্রত্যেকটি জেলাতেই রবিবার বৃষ্টিপাত হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে।
তুলনামুলকভাবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টি কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-
রবিবার কমে গেল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট
অ্যামাজনের জঙ্গলে অবিশ্বাস্য ঘটনা! প্লেন ভেঙে ১ মাস ধরে গভীর জঙ্গলে পড়ে রইল কলম্বিয়ার ৪ শিশু
মাত্র পাঁচটি নিয়ম, সেগুলি পালন করলেই ভগবান বিষ্ণুর কৃপায় দারুণ সৌভাগ্য লাভ করবেন আষাঢ় মাসের জন্মগ্রহণকারীরা