- Home
- India News
- Gas Price: দারুণ খবর, মাসের শুরুতে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, দেখে নিন নতুন দর
Gas Price: দারুণ খবর, মাসের শুরুতে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, দেখে নিন নতুন দর
১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৫১.৫০ টাকা। এর ফলে দিল্লিতে এখন একটি সিলিন্ডারের দাম ১,৫৮০ টাকা। গত কয়েক মাস ধরেই কমার্শিয়াল গ্যাসের দাম কমছে, জুন থেকে মোট ছাড় ১৬৭.৫০ টাকা।

পুজো মরশুমের শুরুতেই মধ্যবিত্তের জন্য ভালো খবর। ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কমে গেল গ্যাসের দাম কমালো। ১৯ কেজি-র সিলিন্ডার প্রতি দাম কমেছে ৫১ টাকা ৫০ পয়সা। এর জেরে দেশের রাজধানী কর্মাশিয়াল এলপিজি-র প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৫৮০ টাকা।
শুধু সেপ্টেম্বর মাস নয়। গত কয়েক মাস ধরেই কমার্শিয়াল এলপিজি-র দাম ধারাবাহিক ভাবে কমেছে। জুন মাসে দাম কমেছিল ২৪ টাকা।
জুলাই মাসে কমেছিল ৫৮ টাকা ৫০ পয়সা। অগস্ট মাসে দাম কমে ৩৩ টাকা ৫০ পয়সা। এর জেরে জুন মাস থেকে কমার্শিয়াল এলপিজি-র মোট কমেছে ১৬৭ টাকা ৫০ পয়সা।
আজ দিল্লিতে গ্যাসের দাম ১ হাজার ৫৮০ টাকা। মুম্বই-তে গ্যাসের দাম ১ হাজার ৭৩৭ টাকা ৫০ পয়সা। কলকাতা গ্যাসের দাম ১ হাজার ৬৮৩ টাকা।
জানা যাচ্ছে, কমার্শিয়াল এলপিজি-র দাম কমলেও ডোমেস্টিক এলপিজি-র দাম এ বছর ৮ এপ্রিল থেকেই অপরিবর্তিত রয়েছে। এপ্রিল মাসে ডোমেস্টিক এলজিপি-র প্রতি সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ টাকা। এর জেরে কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৫ টাকা। দেশের এলপিজি গ্রাহকদের মধ্যে ৯০ শতাংশই ডোমেস্টিক।

