খারাপ খবর গ্রাহকদের জন্য ! ATM থেকে টাকা তোলা থেকে ব্যালেন্স চেক- সবেতেই বাড়ল চার্জ
এসবিআই বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর এটিএম ব্যবহারের চার্জ বৃদ্ধি করেছে। এখন থেকে প্রতিবার নগদ টাকা তোলার জন্য জিএসটি সহ ২৩ টাকা এবং ব্যালেন্স অনুসন্ধানের মতো নন-ফাইন্যান্সিং লেনদেনের জন্য ১১ টাকা ধার্য করা হবে।

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তোলা বা জমা দেওয়ার মতো সময় অনেকের নেই। নির্দিষ্ট সময় ধরে ব্যাঙ্কে গিয়ে কাজ করা হয়ে ওঠে না অনেকেরই। সেকারণে এই টাকা তোলা ও জমা দেওয়ার বিষয় অটোমেটিক ডিপোজিট কাম উইথড্রল মেশিল এটিএম-র ওপর ভরসা করেন অধিকাংশই। কিন্তু, এবার এল খারাপ খবর। অটোমেটিক ডিপোজিট কাম উইথড্রল মেশিল এটিএম- ফ্রি বাড়াল ব্যাঙ্ক।
ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর প্রতিবার নগদ টাকা তোলার জন্য আগে ২১ টাকা ধার্য করেছে। তারপর যুক্ত হল জিএসটি। যার ফলে চার্জ বেড়ে দাঁড়াল ২৩ টাকা। এদিকে ব্যালেন্স অনুসন্ধান বা মিনি স্টেটমেন্টের মতো নন ফাইনান্সিং লেনদেনের ক্ষেত্রে ফ্রি দাঁড়াল ১১ টাকা।
এই টাকা বৃদ্ধি করছে SBI। সদ্য ইন্টারচেঞ্জ ফ্রি বৃদ্ধির কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফলে এটিএম সম্পর্কিত পরিষেবাগুলোর মূল্য পর্যালোচনা করা হয়েছে। যদিও বিনামূল্যে মাসিক লেনদেনের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি।
তবে এই মূল্য বৃদ্ধি বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্ট, এসবিআই এটিএম-র লেনদেনকারী এসবিআই ডেবিট কার্ডহোল্ডার, কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে কোনও প্রভাব পড়বে না।
তবে, যারা এটিএম থেকে ঘন ঘন টাকা তোলেন বা জমা দেন, তাদের সমস্যা হতে পারে। এবার থেকে বাড়তে চলেছে ভাড়া। তাই আগে থেকে সতর্ক হন।

