সংক্ষিপ্ত

নতুন বছরে উত্তরপ্রদেশে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। শোনা যাচ্ছে এবার সেই পদযাত্রায় রাহুলের সঙ্গে পা মেলাবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, আরএলডির জয়ন্ত চৌধুরি সহ আরও অন্যান্যরা।

নতুন বছরে উত্তরপ্রদেশে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। শোনা যাচ্ছে এবার সেই পদযাত্রায় রাহুলের সঙ্গে পা মেলাবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, আরএলডির জয়ন্ত চৌধুরি সহ আরও অন্যান্যরা। তবে পার্টি সূত্রে খবর যে এই অ-বিজেপি দলের নেতাদের পদযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী স্বয়ং।

অখিলেশদের পাশাপাশি যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাকে। কংগ্রেস সূত্রের খবর, লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক রবিকান্তকেও আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, সমাজবাদী পার্টির বিধাক শিবপাল সিংহ, সিপিআইয়ের অতুল অঞ্জনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

৩ জানুয়ারি গাজিয়াবাদের লোনি দিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করবে ‘ভারত জোড়ো যাত্রা’। তার পর বাঘপত, শামলি দিয়ে হরিয়ানা প্রবেশ করবে মিছিল। কংগ্রেসের মুখপাত্র অশোক সিংহ যাত্রায় অ-বিজেপি দলের নেতাদের আমন্ত্রণ করার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, এতদিন কোথাও মানুষের কথা শোনার বা জানার একটা মাধ্যমের অভাব ঘটেছিলো। সাধারণ মানুষ তাদের আমাদের কাছে পৌঁছে দিতে পারছিলেন না। কিন্তু পদযাত্রার সুবাদে এখন সেই সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু অবিজেপি নেতাদের আমন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান যে , এই সরকারকে নিয়ে সব বিরোধীদের একই মত। সে কারণেই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে।