Phool Singh Baraiya: ধর্ষণ (Rape) নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস বিধায়ক (Congress MLA from) ফুল সিং বারাইয়া। তাঁর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।
KNOW
Phool Singh Baraiya Rape Comment: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস বিধায়ক (Congress MLA) ফুল সিং বারাইয়া। তাঁর দাবি, ‘তফশিলি জাতি (Schedule Castes), তফশিলি উপজাতি (Scheduled Tribes), অন্যান্য অনগ্রসর জাতের (OBC) মহিলাদেরই সবচেয়ে বেশি ধর্ষণ করা হয়। ধর্ষণ সম্পর্কে বলা হয়, কোনও পুরুষ রাস্তা দিয়ে যদি কোনও সুন্দরী মহিলাকে হেঁটে যেতে দেখেন, তাহলে তিনি যতই বুদ্ধিমান হন না কেন, তিনি অন্যমনস্ক হয়ে পড়বেনই। কিন্তু আদিবাসী বা এসসি, এসটি সম্প্রদায়ে কি কোনও সুন্দরী মহিলা আছে? তাহলে তাদের কেন ধর্ষণ করা হয়? কারণ, ধর্মগ্রন্থে লেখা আছে, কোনও পুরুষ যদি সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ করে, তাহলে তীর্থস্থানে ভ্রমণের মতোই পুণ্য হবে। তাই কোনও পুরুষ যদি তীর্থক্ষেত্রে যেতে না পারে, তাহলে বিকল্প হিসেবে সে কী করবে? সে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির কোনও মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করবে।’ কোন ধর্মগ্রন্থে এ কথা লেখা আছে, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি এই কংগ্রেস বিধায়ক। তাঁর আরও দাবি, কোনও মহিলার যদি সম্মতি না থাকে, তাহলে কোনও পুরুষের পক্ষে তাঁকে ধর্ষণ করা সম্ভব নয়।
তীব্র সমালোচনা বিজেপি-র
কংগ্রেস বিধায়কের এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি (BJP) নেতারা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) বলেছেন, ‘তিনি যে মন্তব্য করেছেন, আমি তার কঠোর সমালোচনা করছি। আমি চাই রাহুল গান্ধী (Rahul Gandhi) এসে তাঁর সঙ্গে কথা বলুন এবং এই মন্তব্যের জন্য তাঁকে সাসপেন্ড করুন।’ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan) বলেছেন, তিনি এই মন্তব্যে গভীর আঘাত পেয়েছেন।
সমালোচনার মুখেও মন্তব্যে অনড় বারাইয়া
সমালোচনার মুখে এই কংগ্রেস বিধায়ক বলেছেন, তিনি নিজের মন্তব্যে অনড়। বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করছেন না। তাঁর আরও দাবি, সংবাদমাধ্যমের ক্যাঙারু কোর্ট বসিয়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


