ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বরের হাসপাতালে এখন ২৬০ জনের চিকিৎসা চলছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, জানাল ওড়িশার স্বাস্থ্য দফতর।
| Published : Jun 02 2023, 08:33 PM IST / Updated: Jun 04 2023, 09:03 PM IST
Coromandel Express Accident Live: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই
ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বাহানগা স্টেশনে ঢোকার মুখে ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে মালগাড়ির উপরে পড়ে শালিমার থেকে চেন্নাই-এর উদ্দেশে যাত্রা শুরু করা করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, বাহানগা স্টেশনে ঢুকছিল করমণ্ডল এক্সপ্রেস। আর সেই সময়ই সেখান থেকে বের হচ্ছিল হাওড়ামুখী ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেস। এই সময় বেঙ্গালুরু এক্সপ্রেসের ২টি কামরা লাইনচ্যূত হয়ে গিয়ে আপ লাইনে চলে আসে। আপ লাইনে দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেসে এতে ধাক্কা লাগে। করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা মুহূর্তের মধ্যে ছিটকে গিয়ে পাশর লাইনে দাঁড়ানো মালগাড়ির উপরে আছড়ে পড়ে। ধাক্কার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ৭টি কামরা চিড়েচ্যাপ্টা হয়ে যায়। লাইনচ্যূত আরও ৮টি কামরার অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। তবে, করমণ্ডল এক্সপ্রেসের চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়া ৭টি কামরায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের মতে, দুর্ঘটনার বিভীৎসতা এতটাই ভয়াবহ যে লাইনচ্যূত কামরাগুলো খেলনা গাড়ির মতো একে অপরের ঘাড়ে উঠে গিয়েছে না হয় মালগাড়ির সঙ্গে লেপ্টে গিয়েছে।
- FB
- TW
- Linkdin
করমণ্ডল এক্সপ্রেসের যে যাত্রীরা টিকিট কাটেননি তাঁরাও আর্থিক সহায়তা পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ব্যবস্থা করা হচ্ছে, জানালেন রেলের মুখপাত্র অমিতাভ শর্মা।
ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকার্য শেষ হয়ে গিয়েছে। এখন ট্র্যাক, ওভারহেড তার সারিয়ে ফের ট্রেন চালানোর চেষ্টা শুরু হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসা চলছে, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ওড়িশায় ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় যে শিশুরা বাবা-মাকে হারিয়েছে, তাদের স্কুলশিক্ষার দায়িত্ব নেবে আদানি গ্রুপ।
ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় চালকের ত্রুটি ছিল না বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনার পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৬২ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হয়েছে ২০৬ জনের। ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রাজ্যের ৭৩ জন বাসিন্দা। ৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৮২ জনের পরিচয় পাওয়া যায়নি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেলবোর্ডের এক সদস্য জানিয়েছেন, ট্রেনের চালক বলেছেন, তিনি সবুজ সঙ্কেত পেয়েছিলেন বলেই এগিয়ে গিয়েছিলেন। তারপরেই দুর্ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রাথমিকভাবে ওড়িশায় ৩টি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেলেও, রবিবার রেলের পক্ষ থেকে জানানো হল, শুধু করমণ্ডল এক্সপ্রেসই দুর্ঘটনার কবলে পড়েছে। সিগন্যালের সমস্যার জন্যই দুর্ঘটনা বলেও জানিয়েছে রেল।
পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা দেবে নবীন পট্টনায়েকের সরকার।
ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৫। এটা ২৮৮ নয়। ডিএম দ্বারা ডেটা পরীক্ষা করা হয়েছিল এবং দেখা গেছে যে, কিছু মৃতদেহ দুবার গণনা করা হয়েছে। তাই মৃতের সংখ্যা ২৭৫-এ সংশোধন করা হয়েছে। এগুলির মধ্যে ৮৮টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
জয়া বর্মা সিনহা, রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সদস্য জানিয়েছেন যে, প্রাথমিক অনুসন্ধানের পর জানা গেছে, সিগন্যালিং নিয়ে কিছু সমস্যা হয়েছিল। আমরা এখনও রেলওয়ে নিরাপত্তা কমিশনারের বিশদ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুধুমাত্র করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ট্রেনটির গতিবেগ ছিল প্রায় ১২৮ কিমি/ঘন্টা।
প্রধানমন্ত্রীর মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে : সুব্রহ্মণ্যম স্বামী
দুর্ঘটনার কারণ চিহ্নিত করা গিয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন। কে বা কারা এর জন্য দায়ী তাও জানা গিয়েছে : অশ্বিনী বৈষ্ণব
খড়গপুর ভদ্রক শাখায় ১২৮৪১ শালিমার মাদ্রাজ করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে বহু ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ করা হল বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা।
সবিস্তার - করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে বাতিল হল বহু ট্রেন, দেখে নিন তালিকা
উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আজ রাত থেকেই রেললাইন পুনরুদ্ধারের কাজ শুরু করে দেওয়া হচ্ছে। রবিবার সকাল থেকে লাইন পরিষ্কার, লাইন পুনর্নির্মাণ এবং ওভারহেড তারে বিদ্যুতের কাজ চলবে। সোমবার সকাল থেকে শুরু হবে সিগন্যালিং সিস্টেম পুনরুদ্ধারের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় করা করা হচ্ছে সমস্ত কাজ : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
সবিস্তার - ওড়িশায় কবে থেকে আবার স্বাভাবিক হবে পরিষেবা? দেখে নিন কী জানাচ্ছে রেল
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে অডিও ক্লিপ শেয়ার করলেন কুণাল ঘোষ। বললেন দুর্ঘটনার পিছনে বড়সড় গোলমাল ছিল।
দুর্ঘটনায় নিহতের পরিবারের মানুষদের মাথায় হাত দিয়ে সমবেদনা প্রকাশ, আহতদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়