সংক্ষিপ্ত

অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। 

এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টে মারাত্মক রূপ ধারণ করতে চলেছে করোনাভাইরাস। ভারতে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াচ্ছে অতি দ্রুত। আগামী ১০-১২ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টার রিপোর্টেও সেই আশঙ্কার পূর্বাভাস।

এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেও সপ্তাহ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের ওপরেই রয়েছে। এই নিয়ে টানা চারদিন ধরে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপরে রইল। তবে শনিবারের তুলনায় ৬ শতাংশ কমেছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যার ০.১৩ শতাংশ সক্রিয় রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯ জন। যা শনিবারের আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম। শনিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৫৩ জন। আশঙ্কার মধ্যে কিছুটা স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২৪৮ জন। বর্তমানে দেশে করোনা থেকে সুস্থতার হার রয়েছে ৯৮.৬৮ শতাংশ।

আরও পড়ুন-
Atiq Ahmed: ‘বিখ্যাত’ হয়ে ওঠার জন্যই আতিককে খুন? সানির বয়ানে গ্যাংস্টারকে ছাপিয়ে ‘ডন’ হয়ে ওঠার কাহিনী
হাই স্লিট পোশাকে বুকের গভীর খাঁজে ইন্টারনেটে ঝড় তুলেছেন বলি তন্বী জাহ্নবী কাপুর

Atiq Ahmad: উত্তরপ্রদেশে পুলিশের সামনেই একের পর এক গুলি গ্যাংস্টার আতিকের মাথায়, ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ